প্রধান দলগুলো মাঠে না থাকলে নির্বাচন সুন্দর হবে না: ইসি আনিসুর রহমান

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ২৯, ২০২৩, ১০:২৪ পিএম

প্রধান দলগুলো মাঠে না থাকলে নির্বাচন সুন্দর হবে না: ইসি আনিসুর রহমান

নির্বাচনে অংশগ্রহণ করা সব দলের দায়িত্ব ও কর্তব্য; প্রধান দলগুলো মাঠে না থাকলে নির্বাচন সুন্দর হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আনিছুর রহমান। আগের কমিশনের দেড় লাখ ইভিএমের যাচাই শেষে সেগুলো পুনরায় নির্বাচনের কাজে ব্যবহার করা হবে বলেও তিনি জানান।  

রবিবার দুপুরে চাঁদপুরে মুক্তিযোদ্ধা মরহুম এম সফিউল্লার বাসভবন প্রাঙ্গণে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আগের কমিশন দেড় লাখ ইভিএম কিনেছিল জানিয়ে তিনি আরও বলেন, “এসব ইভিএম দিয়ে দেশের অনেক নির্বাচন হয়েছে। এই ইভিএমগুলোর মধ্যে কিছু অকেজো রয়েছে। আমরা সবগুলো ইভিএম যাচাই করছি, যাচাই শেষে এসব ইভিএম পুনরায় নির্বাচনের কাজে ব্যবহার করা হবে।”

এসময় তিনি আরও বলেন, “সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের পরিবেশ তৈরি করতে যা যা করা দরকার কমিশন তাই করবে। নির্বাচনে অংশগ্রহণ করা সব দলের দায়িত্ব ও কর্তব্য; প্রধান দলগুলো মাঠে না থাকলে নির্বাচন সুন্দর হবে না। এরপর কেউ নির্বাচনে না এলে সে বিষয়ে কমিশনের আইনগত বাধ্যবাধকতা নেই।”

অনুষ্ঠানে অন্যদের মধ্যে জেলা নির্বাচন কর্মকর্তা তোফায়েল আহমেদ, ফরিদগঞ্জ উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান উপস্থিত ছিলেন।

Link copied!