প্রধান শিক্ষকের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি শোকজ নোটিশ পেয়ে আত্মহত্যা

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ৫, ২০২৩, ০৩:৫১ এএম

প্রধান শিক্ষকের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি শোকজ নোটিশ পেয়ে আত্মহত্যা

সাতক্ষীরার শ্যামনগরের কৈখালী এসআর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল বাসার আত্মহত্যা করেছেন। তার পরিবারের দাবি, বিদ্যালয় পরিচালনা পর্ষদের শোকজ নোটিশ পেয়ে তিনি এটি করেছেন।

বুধবার বেলা দেড়টার দিকে উপজেলা সদরের গোপালপুর এলাকার ভাড়া বাসায় গাছের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন তিনি। শ্যামনগর থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে।

নিহতের ভাই মো. আবুল খায়ের জানান, গুরুত্বপূর্ণ অপারেশনের কারণে গত কয়েক দিন ধরে তার ভাই ছুটিতে ছিলেন। আকস্মিকভাবে মঙ্গলবার (০৩ ডিসেম্বর) দুপুরে তিনি বিদ্যালয় পরিচালনা পর্ষদের বর্তমান কমিটির সভাপতির স্বাক্ষরিত একটি শোকজ নোটিশ হাতে পান। সেখানে অর্থ তসরুফের অভিযোগ এনে দ্রুত সময়ের মধ্যে বিভিন্ন চাকরি প্রার্থীর কাছ থেকে নেওয়া প্রায় পৌনে এক কোটি টাকা ফেরত দিতে বলা হয়। টাকা ফেরত না দিলে তাকে চাকরিচ্যুত করার হুমকি দেওয়া হয়।

বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি কৈখালী ইউপি চেয়ারম্যান শেখ আব্দুর রহিম জানান, আগের কমিটির কাছে টাকা দিয়ে চাকরি না হওয়া কয়েকজনের অভিযোগের প্রেক্ষিতে প্রধান শিক্ষককে শোকজ করা হয়।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম বাদল জানান, শিক্ষক আবুল বাসারের পরিবার অভিযোগ করলে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

নিহত আবুল বাসার শ্যামনগর উপজেলার কৈখালী গ্রামের মৃত এন্তাজ আলী গাজীর ছেলে। তিনি কৈখালী এসআর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।

Link copied!