প্রধানমন্ত্রী অবাধ সাংবাদিকতা উপভোগ করছেন: নৌ প্রতিমন্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ৬, ২০২২, ০৮:১২ পিএম

প্রধানমন্ত্রী অবাধ সাংবাদিকতা উপভোগ করছেন: নৌ প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা অন‍্যান‍্য সেক্টরের ন‍্যায় গণমাধ্যমের সাংবাদিকদের নিয়েও ভাবেন এবং অবাধ সাংবাদিকতা উপভোগ করছেন বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

বুধবার জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে অনলাইন নিউজ পোর্টাল ‘জুমবাংলা যুগপূর্তি সম্মাননা-২০২২’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, “জাতীয় প্রেসক্লাবের জন‍্য বড় ধরনের পরিকল্পনা নিয়েছেন। ভবিষ‍্যতে সেটি কমপ্লিট হবে। তিনি অবাধ সাংবাদিকতা উপভোগ করছেন।”

‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বহুমাত্রিক নেতৃত্বের অধিকারী’ মন্তব্য করে খালিদ মাহমুদ চৌধুরী বলেন, “তার (প্রধানমন্ত্রী) নেতৃত্বে ১৩ বছরে দেশ অনেক এগিয়েছে। সকল সেক্টরের প্রয়োজনের কথা তিনি ভাবেন। তার নেতৃত্বে দেশের পজিটিভ ইমেজ তৈরি হয়েছে। এ ইমেজকে ধরে রাখতে হবে।পদ্মা সেতুর ইমেজ বিশ্বে আমাদেরকে কোথায় নিয়ে গেছে। গণমাধ‍্যম পদ্মা সেতুর বিষয়টি তুলে ধরেছে।”

অনলাইন নিউজ পোর্টাল জুমবাংলা.কম এর সম্পাদক হাসান মেজরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব‍্য রাখেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, সাধারণ সম্পাদক ইলিয়াস খান, বিএফইউজে'র মহাসচিব দীপ আজাদ, ডিইউজে'র সভাপতি সোহেল হায়দার চৌধুরী, সাধারণ সম্পাদক আখতার হোসেন, ডিআরইউ'র সাধারণ সম্পাদক নুরুল ইসলাম হাসিব।

অনুষ্ঠানে ১৬ জন ব‍্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে বিশেষ অবদানের জন‍্য জুমবাংলা যুগপূর্তি সম্মাননা ২০২২ প্রদান করা হয়। নৌ পরিবহন প্রতিমন্ত্রী গুণীদের মাঝে  সম্মাননা ক্রেস্ট ও সার্টটিফিকেট প্রদান করেন।

Link copied!