জুলাই ১৩, ২০২৩, ০৪:৪৯ পিএম
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাত করেছেন ঢাকা সফররত মার্কিন যুক্তরাষ্ট্রের গণতন্ত্র, মানবাধিকার ও বেসামরিক নিরাপত্তা বিষয়ক আন্ডারসেক্রেটারি উজরা জেয়া।
বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে অনুষ্ঠিত ওই সাক্ষাতের সময় যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ও ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে এনিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে পোষ্ট করেন উজরা জেয়া। টুইটবার্তায় উজরা জেয়া বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। রোহিঙ্গা শরণার্থীদের প্রতি বাংলাদেশের উদারতার প্রশংসা করে যুক্তরাষ্ট্র।
মার্কিন এই আন্ডার সেক্রেটারি টুইটে আরও বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের জনগণের একটি সমৃদ্ধ গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করে। গত মঙ্গলবার চার দিনের সফরে উজরা জেয়া বাংলাদেশে আসেন।
প্রসঙ্গত, প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতকালে উজরা জেয়া বলেছেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকারকে সহায়তা করতে তার দেশ নতুন ভিসা নীতি ঘোষণা করেছে।
এসময় তিনি আরও বলেন, “কোন দলের প্রতি আমাদের কোন পক্ষপাতিত্ব নেই। আমরা একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাই।”