প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষার ভুয়া প্রশ্নপত্রসহ গ্রেপ্তার ১৩

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২২, ২০২২, ০৬:০১ পিএম

প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষার ভুয়া প্রশ্নপত্রসহ গ্রেপ্তার ১৩

লক্ষ্মীপুর প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভুয়া প্রশ্নপত্রসহ ১৩ জনকে আটক করেছে ডিবি পুলিশ। রামগঞ্জ ও সদর উপজেলার বিভিন্ন জায়গা থেকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

শুক্রবার দুপুরে নিজ কার্যালয়ে প্রেসব্রিফিংয়ের আয়োজন করে এসব তথ্য জানান পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান।

তিনি বলেন, আজ প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় লক্ষ্মীপুরে ২৩টি কেন্দ্রে ১৩ হাজার ১০৯ পরীক্ষার্থী অংশ নেন। এটাকে কেন্দ্র করে একটি চক্র রামগঞ্জ উপজেলার নন্দনপুর গ্রামের আমিররেন্নেছা নামক ভবন থেকে প্রশ্নপত্র দেওয়ার কথা বলে বিভিন্ন পরীক্ষার্থীর কাছ থেকে চেকের মাধ্যমে ৮/১০ লাখ টাকা ও সনদপত্র হাতিয়ে নেওয়ার গোপন সংবাদ পায় ডিবি পুলিশ। পরে অভিযানে নামে ডিবি।

গ্রেপ্তার অন্যরা হচ্ছেন, পরীক্ষার্থী সুমি আক্তার, মোরশেদা জান্নাত রিভু, সুরাইয়া আক্তার, তানিয়া বাশার, তাছনিম আক্তার, শারমিন আক্তার, পারভেজ হোসেন, জহিরুল ইসলাম, রহমত উল্যাহ, জামাল উদ্দিন সবুজ ও মঞ্জুর হোসেন।

গ্রেপ্তারদের মধ্যে ১১ জনের বাড়ি রামগঞ্জ ও দুজনের বাড়ি সদর উপজেলায় বলে জানিয়েছেন পুলিশ। গ্রেপ্তার সবাই প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার পরীক্ষার্থী ছিলেন।

Link copied!