এবার প্রাথমিক স্তরের শিক্ষার্থীদেরও টিকা দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রোফাইল তৈরি করা হচ্ছে। আগামী ২৫ জুলাইয়ের মধ্যে শিক্ষার্থীদের তথ্য সফটওয়্যারে এন্টি দেওয়ার নির্দেশনা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
মঙ্গলবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (বিদ্যালয়-২) নাসরিন সুলতানার সই করা অফিস আদেশে এই তথ্য জানা যায়।
আদেশে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্ম সনদের মাধ্যমে বিদ্যালয়ে ভর্তি নিশ্চিত করার নির্দেশনা রয়েছে। শিশু স্বাস্থ্য সুরক্ষার জন্য বর্তমান সরকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের কোভিড-১৯ এর টিকা কার্যক্রমের আওতায় নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে। এজন্য সকল ছাত্র-ছাত্রীর জন্মসনদ নিশ্চিত করা প্রয়োজন।
আরও বলা হয়, এখনও যেসব শিশু শিক্ষার্থী জন্মনিবন্ধনবিহীন তাদের জরুরিভিত্তিতে জন্মনিবন্ধন তৈরি সম্পন্ন করে প্রধান শিক্ষক যাচাই করে সংরক্ষণের উদ্যোগ গ্রহণ করবেন, একইসাথে উপজেলা/থানা শিক্ষা অফিসার, সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার সংরক্ষিত তথ্যাদি যাচাই পরবর্তী ‘শিক্ষার্থীদের প্রোফাইল তৈরি’ সফটওয়্যার-এ এন্ট্রি নিশ্চিত করবেন।