প্রায় শতভাগ বর্জ্য অপসারণের দাবি দুই সিটি করপোরেশনের

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ১০, ২০২২, ১১:২৯ পিএম

প্রায় শতভাগ বর্জ্য অপসারণের দাবি দুই সিটি করপোরেশনের

১২ ঘণ্টার মধ্যেই কোরবানির বর্জ্য প্রায় শতভাগ অপসারণের দাবি করেছে দুই সিটি করপোরেশন কর্তৃপক্ষ। এরই মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন এলাকা থেকে ৯৫ শতাংশ ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন (ডিএসসিসি) এলাকা থেকে ৮৫ শতাংশ কোরবানির বর্জ্য অপসারণ করা হয়েছে বলে জানানো হয়েছে।

ঈদের আগে ডিএনসিসির মেয়র ১২ ঘণ্টার মধ্যে ও ডিএসসিসির মেয়র ২৪ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের ঘোষণা দিয়েছিলেন। এ জন্য ঈদ উপলক্ষে সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের পরিচ্ছন্নতাকর্মীসহ সবার ছুটি বাতিল করা হয়েছে। বর্জ্য অপসারণে প্রায় ১৯ হাজার পরিচ্ছন্নতাকর্মী কাজ করছেন।

রবিবার বেলা দুইটার দিকে সাঈদনগরের পশুর হাট পরিষ্কারের মধ্য দিয়ে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম। অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বর্জ্য অপসারণ কার্যক্রমও বেলা দুইটায় আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে দিনভর চলে।

ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম বিভিন্ন অঞ্চলে ঘুরে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন ও তদারকি করেন।

ঈদের দিন শনিবার (১০ জুলাই) দুপুরে ডিএনসিসি মেয়র ওয়ার্ড নম্বর ৭-এর অন্তর্গত কোরবানির জন্য নির্দিষ্ট ৭টি স্থান ঘুরে দেখেন।

দুপুরে মিরপুর-২ এর ৬ নম্বর রোডের নুরানি মসজিদ সংলগ্ন স্থান পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি জানান, “নির্দিষ্ট স্থানে কোরবানি হলে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হওয়ার পাশাপাশি খুব অল্প সময়ে বর্জ্য অপসারণ সম্ভব হয়। এতে স্বাস্থ্যঝুঁকিও কমে। এ বছর পরীক্ষামূলকভাবে ডিএনসিসির তিনটি ওয়ার্ডের ৯টি নির্দিষ্ট স্থানে কোরবানির আয়োজন করা হয়েছে। দুপুরের মধ্যেই সেখানকার শতভাগ বর্জ্য অপসারণ করা সম্ভব হয়েছে।”

সিটি করপোরেশন সূত্র জানায়, চলতি বছর ঢাকা দক্ষিণে পরিচ্ছন্নতার কাজে নিয়োজিত থাকবেন ৯ হাজার ৫০ জন কর্মী। এ কাজে ব্যবহার করা হবে ৩৫৩টি গাড়ি। অন্যদিকে ঢাকা উত্তরে দায়িত্ব পালন করবেন ৯ হাজার ৯৯০ জন পরিচ্ছন্নতাকর্মী। গাড়ি ব্যবহৃত হবে ৫৮৫টি।

অন্যান্য বছরের তুলনায় নিজ উদ্যোগে কোরবানির বর্জ্য ব্যবস্থাপনায় রাজধানীবাসী নিজেরাও এবার বেশি সচেতন। সিটি করপোরেশনের দেওয়া পলিব্যাগে কোরবানির বর্জ্য ভরে রেখে পরিচ্ছন্নতাকর্মীদের জন্য রেখে দিয়েছেন অনেকেই।

Link copied!