প্রীতমের মুক্তির দাবিতে ৪৯ বিশিষ্ট নাগরিকের বিবৃতি

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ১৭, ২০২২, ১০:১৬ পিএম

প্রীতমের মুক্তির দাবিতে ৪৯ বিশিষ্ট নাগরিকের বিবৃতি

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার হয়েছেন ‘রাষ্ট্র সংস্কার আন্দোলন’ এর নেতা প্রীতম দাশ। তার মুক্তির দাবিতে দেশের ৪৯ জন বিশিষ্ট নাগরিক শনিবার এক বিবৃতি দিয়েছেন।

সাম্প্রদায়িক উত্তেজনা জিইয়ে রাখতে পরিকল্পিতভাবে ডিজিটাল নিরাপত্তা আইনকে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ এনে তারা বলছেন, উদ্বেগের সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে যে, একদিকে রাষ্ট্র ভিন্নমত দমনে ডিজিটাল নিরাপত্তা আইনের মতো চরম সমালোচিত আইনকে ব্যবহার করছে, অন্যদিকে দূর্গাপুজাকে সামনে রেখে সমাজের ভেতর সাম্প্রদায়িক পরিস্থিতি তৈরিতে ক্ষমতাসীনরাই মুখ্য ভূমিকা পালন করছে। বিবৃতিতে ক্ষমতাসীনদের এমন কর্মকাণ্ড সমাজের ভেতর এক ভয়াবহ ফাটল ও অস্থিরতা তৈরি করছে বলে তারা আশঙ্কা করেন।

বিবৃতিতে দুই দফা দাবি তুলে ধরা হয়েছে। দাবি দুটি হচ্ছে- অবিলম্বে প্রীতম দাশসহ ডিজিটাল নিরাপত্তা আইনে বন্দিদের নিঃশর্ত মুক্তি দিয়ে মামলা প্রত্যাহারসহ প্রীতম দাশকে রিমান্ডে না নেওয়া এবং ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করা।

বিবৃতিতে অন্যদের মধ্যে স্বাক্ষর করেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক অর্থনীতিবিদ আনু মুহাম্মদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আসিফ নজরুল, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস, নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক জোবাইদা নাসরিন, লেখক ও গবেষক ফাহমিদুল হক, বেলার প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক মির্জা তাসলিমা সুলতানা, অধ্যাপক আইনুন নাহার, লেখক ও রাজনৈতিক কর্মী বাকি বিল্লাহ, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন, লেখক ও সাংবাদিক ফারুক ওয়াসিফ, লেখক ও গবেষক মাহা মির্জা, সাংবাদিক এবং গবেষক সাইদিয়া গুলরুখ প্রমুখ।

Link copied!