প্লাটিনাম জয়ন্তীতে ছাত্রলীগের দিনব্যপী রক্তদান কর্মসূচি

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ৯, ২০২৩, ০৫:০৪ পিএম

প্লাটিনাম জয়ন্তীতে ছাত্রলীগের দিনব্যপী রক্তদান কর্মসূচি

ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করেছে ছাত্রলীগ। আজ সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক বটতলা প্রাঙ্গনে এই স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়।

রক্তদান কর্মসূচির প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন বলেন, ছাত্রলীগের ইতিহাস মানেই বাংলাদেশের ইতিহাস। মায়ের পেটে সন্তানের জন্ম হলেও, আওয়ামীলীগের পূর্বেই কিন্তু ছাত্রলীগ জন্ম নেয়। কারণ ববঙ্গবন্ধু উপলদ্ধি করেছিলেন যারা ছাত্রলীগ করবে তারা লোভ-লালসা থেকে মুক্ত হয়ে, বিনা পারমিট-লাইসেন্সে নিজ দেশ ও জাতির জন্য তাদের রক্ত ঢেলে দিবে।

তিনি আরো বলেন, ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ দেওয়ার পূর্বে বঙ্গবন্ধুর ধানমন্ডির ৩২ নং বাড়িতে তৎকালীন অনেক রাজনীতিবিদ ও ব্যবসায়ী ভিড় জমিয়ে তাকে চিরকুট প্রদান করেন। কিন্তু বঙ্গমাতার আহ্বানে তিনি মাইকে তার অন্তরের কথাগুলোই বলেছিলেন। যা পাকিস্তানি বাহিনীরাও প্রশংসা করেছিলেন। তারা বুঝতেই পারেন নি "এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম…" - এই কথাটির তাৎপর্য।

বিশেষ অতিথির বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চক্ষু বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডা. নুজহাত বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে হলে প্রয়োজন স্মার্ট নাগরিক। চিকিৎসক আমাদের স্মার্ট বাংলাদেশের একটি বড় হাতিয়ার। কারণ পরবর্তী প্রজন্ম শারিরীকভাবে ও মানসিকভাবে সুস্থ না থাকলে স্মার্ট বাংলাদেশ গঠন করা যাবে না। সুস্থতা যেকোনো উন্নয়ন ও অগ্রগতির মূল শর্ত।

তিনি আরও বলেন, যখন ডিজিটাল বাংলাদেশ স্লোগান আসলো, তার ব্যপ্তি আমরা কেউই ততোটা বুঝতে পারি নি। কারণ আমি নিজেই বিএনপি-জামায়াতের আমলে ২৪ ঘন্টার ভেতরে ১৮ ঘন্টা কারেন্ট থাকে না, ঐ বাংলাদেশ থেকে বেড়িয়ে এসেছি। এছাড়াও তিনি বাহ্যিক সৌন্দর্যের চেয়ে মানবিকতাকে স্মার্ট হওয়ার প্রতীক হিসেবে বেশি গুরুত্ব দেন।

রক্তদান কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের মহাসচিব ডা. এহতেশামূল হক চৌধুরী,  স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডা. মোঃ জামাল উদ্দিন চৌধুরী, মহাসচিব অধ্যাপক ডা. মোঃ কামরুল হাসান মিলন ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চক্ষু বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডা. নুজহাত চৌধুরী।
সভাপতিত্ব করেন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন। রক্তদান কর্মসূচিতে স্বেচ্ছায় রক্তদান করেছে সাধারণ শিক্ষার্থীরা।

Link copied!