ফাটল দেখা দিয়েছে বহদ্দারহাটের সেই ফ্লাইওভারে

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ২৬, ২০২১, ০৬:৪৪ পিএম

ফাটল দেখা দিয়েছে বহদ্দারহাটের সেই ফ্লাইওভারে

ফাটল দেখা দিয়েছে চট্টগ্রামের বহদ্দারহাটের এম এ মান্নান ফ্লাইওভারে। ফাটল চিহ্নিত করার পর দুর্ঘটনা এড়াতে সোমবার (২৫ অক্টোবর) রাত ১১টার দিকে ফ্লাইওভার দিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

চট্টগ্রাম মহানগরীর এম এ মান্নান ফ্লাইওভারের (বহদ্দারহাট ফ্লাইওভার) আরাকান সড়কমুখী একটি র‌্যাম্পের পিলারে ফাটল দেখা দিয়েছে। নির্মাণের মাত্র ৪ বছরের মাথায় এই ফাটল দেখা দিয়েছে। এর আগে ফ্লাইওভারটিতে নির্মাণকালে গার্ডার ধ্বসে ১৪ জন নিহত হন।

ফাটলের বিষয়টি সিটি করপোরেশন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষকে (সিডিএ)  জানানো হয়েছে।

যানজট নিরসনে সিডিএ নগরের শুল্কবহর থেকে বহদ্দারহাট ১ কিলোমিটার এলাকা পর্যন্ত এম এ মান্নান ফ্লাইওভার নির্মাণের উদ্যোগ নেয়। ২০১০ সালের জানুয়ারিতে প্রধানমন্ত্রী ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ২০১২ সালের নভেম্বরে নির্মাণাধীন এই ফ্লাইওভারের গার্ডার ধসে ১৪ জন নিহত হয়। 

এরপর নির্মাণ কাজ তদারকির দায়িত্ব পায় বাংলাদেশ সেনাবাহিনী। নির্মাণ কাজ শেষে ২০১৩ সালের ১২ অক্টোবর ফ্লাইওভারের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনের পর ফ্লাইওভারটি কার্যকর না হওয়ায় ২০১৬ সালের ডিসেম্বরে আরাকান সড়কমুখী র‌্যাম্প নির্মাণের উদ্যোগ নেয় সিডিএ। ৩২৬ মিটার দীর্ঘ এবং ৬ দশমিক ৭ মিটার চওড়ার র‌্যাম্পটি নির্মাণ শেষে ২০১৭ ডিসেম্বরে যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়।

Link copied!