বান্দরবানের রুমা উপজেলায় দুই পক্ষের গোলাগুলিতে ৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। শনিবার দিবাগত মধ্যরাতে পাইন্দু ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় ঘেরাওমুখ নামক স্থানে এ ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।
বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল বিষয়টি দ্য রিপোর্ট ডট লাইভকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “চারজন নিহতের খবর পেয়েছি। এটা দুর্গম এলাকা। পুলিশের টিমকে পাঠানো হয়েছে। কাদের মধ্যে গোলাগুলি তা এখনও সঠিকভাবে বলা যাচ্ছে না। পুলিশ সেখানে পৌঁছালে বিস্তারিত জানা যাবে।”
এদিকে, নিহতের বিষয়টি নিশ্চিত করে নিহতদের পরিচয় এখনও জানা যায়নি বলে জানিয়েছেন বান্দরবান জেলা পুলিশ সুপার জেরিন আক্তার।
রবিবার গণমাধ্যমে তিনি বলেন, বান্দরবানের রুমার পাইন্দু ইউনিয়নে পাহাড়ি সশস্ত্র সন্ত্রাসীর দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। সকালে রোয়াংছড়ির সাঙ্গু নদীর তীরে ৪ জনের লাশ দেখতে পান স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দেন। নদীর পাড়ে চার জনের লাশ পড়ে আছে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার রোয়াংছড়ির তালুকদার পাড়ার কাছে পাহাড়ের আঞ্চলিক সংগঠন জেএসএস মূল দলের নেতা অনুমংকে হত্যা করে লাশ নিয়ে যায় আরেক সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ। এ ঘটনায় জেএসএস মূল দলের সন্ত্রাসীরা পরবর্তীতে শনিবার রাতে রুমার পাইন্দু এলাকায় অপর গ্রুপের ওপর হামলা চালিয়ে তাদের লাশ নৌকায় করে এনে রোয়াংছড়ির মংবাতং পাড়ার নদীর পাড়ে ফেলে যায়।