জাতীয় পার্টির সাবেক মহাসচিব মশিউর রহমান রাঙ্গা অব্যাহতিপত্র প্রত্যাহার চেয়েছেন। বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এ কথা বলেন।
জাপার সম্মেলনের ইস্যু নিয়ে তাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এমন মন্তব্য করে মশিউর রহমান রাঙ্গা বলেন, দলটি গণতান্ত্রিক ধারায় চলছে না। সেজন্য দলের কিছু ধারা পরিবর্তন করতে হবে।
ভিডিও দেখতে ক্লিক করুন:
কোন কারন ছাড়াই জাতীয় পার্টি থেকে অব্যাহতি দেয়া হয়েছে - রাঙ্গা।
রাঙ্গা বলেন, জাপার প্রধান পৃষ্ঠপোষক ও সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের চারপাশে কিছু মৌমাছির মতো নেতা রয়েছেনে। যারা নেতাকে কিছু কিছু বিষয়ে ভুল ভাবে ব্যাখ্যা করছেন।
জাতীয় পার্টির সাবেক মহাসচিব আরও বলেন, ‘আওয়ামী লীগের সাথে সমঝোতা করে জাতীয় পার্টি বিরোধী দলের অবস্থান করছে। অথথ বিভিন্ন সময়ে জাতীয় পার্টির বেশকিছু নেতা সরকারের উন্নয়ন মূলক কর্মকাণ্ড পদ্মা সেতুর বিরোধিতা করছেন। আমি (রাঙ্গা) সরকারের উন্নয়ন কাজের সমালোচনা না করায় জাতীয় পার্টির এক নেতা আমাকে হুমকি দিয়েছেন আগামীতে মনোনয়ন নিয়ে। যা মোটেও কাম্য নয়।’
তিনি বলেন, এখন আমি জাতীয় পার্টির একজন সদস্য মাত্র, পার্টির আর কোনো কর্মপরিকল্পনা নেওয়ার অধিকার আমার নেই। কারণ আমার দলের প্রেসিডিয়াম সদস্য থেকে শুরু করে রংপুরের জেলা সভাপতির পদটিও কেড়ে নেওয়া হয়েছে। শুধু আমার সংসদের বিরোধীদলীয় চিপ হুইপের পদটি নেওয়া হয়নি, চিপ হুইপের দায়িত্ব শুধু পার্লামেন্টের, বাইরে কোনো সময় তার দায়িত্ব থাকে না।
রাঙ্গা বলেন, জাতীয় পার্টিতে দুই বছর মহাসচিবের দায়িত্ব পালন করেছি। সেজন্য দলের ভেতরের খবর কিছুটা হলেও জানি। সুতরাং দলের ভেতরের অনেকের কথাই তো আমি জানি। এখন এসব কথা বলতে চাচ্চি না, কারণ বললে নিজের থু থু নিজের গায়েই পড়বে।
দল যেন ভাঙে সেটি আমি চাই, এজন্য আমাকে কোনো পদ থেকে পদত্যাগ কিংবা মনোনয়ন নাও দেওয়া হয়, তাতেও আপত্তি নেই বলে জানান জাপার সাবেক এই নেতা।