চতুর্থ দিনের উদ্ধার কাজ শুরু হয়েছে পাটুরিয়ায় ডুবে যাওয়া আমানত শাহ ফেরির ডুবে যাওয়া যানবাহনের। শনিবার (৩০ অক্টোবর) সকাল ৮টায় এ উদ্ধার অভিযান শুরু করে উদ্ধারকারী জাহাজ হামজা। ডুবে যাওয়ার পর গত তিন দিনে মোট ১২ টি যানবাহন উদ্ধার করা হয়েছে। আজ উদ্ধারকারী জাহাজ হামজার সঙ্গে যুক্ত হয়েছে উদ্ধারকারী জাহাজ রুস্তম।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিটি) নৌ-সংরক্ষণ ও পরিচালন বিভাগের পরিচালক মো. শাজাহান বলেন, গত বুধবার ১ টি মোটরসাইকেল ও ৪ টি ট্রাক উদ্ধার করা হয়। পরে বৃহস্পতিবার দ্বিতীয় দিনের উদ্ধার অভিযানে আরো ৫ টি এবং শুক্রবার তৃতীয় দিনে উদ্ধার করা হয় আরও ৩ টি যানবাহন। এ নিয়ে মোট ১২টি যানবাহন উদ্ধার করা হয়েছে।
বাকি যানবাহনগুলো উদ্ধারে শনিবার (৩০ অক্টোবর) সকাল ৮টা থেকে কাজ শুরু করেছে উদ্ধারকারী জাহাজ হামজা।
উল্লেখ্য, বুধবার (২৭ অক্টোবর) সকাল পৌনে ১০টার দিকে পাটুরিয়ার ৫ নাম্বার ঘাটে শাহ আমানত ফেরিটি যানবাহনসহ উল্টে যায়।