জামালপুরের বকশীগঞ্জে দৈনিক আজকের পত্রিকার বকশীগঞ্জ প্রতিনিধি রাশিদুল ইসলাম রনির ওপর হামলা হয়েছে। হামলায় আহত হয়েছেন তার বড় ভাই বাবুসহ আরও চারজন। শুক্রবার (১৫ জুলাই) দুপুর দেড়টার দিকে উপজেলার বগারচর ইউনিয়নের আলীরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
সাংবাদিক রনির বড়ভাই বাবু মিয়া জানান, তারই আপন ভাইরা ভাই আশরাফ আলী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও মোবাইলে টেক্স মেসেজে তার স্ত্রীকে প্রায় সময়ই অশ্লীল মেসেজ দেন। এটি শ্বশুরকে জানালে শ্বশুরসহ তার অপর ভাইকে নিয়ে আলীরপাড়ার ভায়রা ভাই আশরাফ আলীর বাড়িতে যান তিনি।
এ সময় তাদের মধ্যে বাগ-বিতণ্ড হয়। একপর্যায়ে শ্বশুরসহ তাকে (বাবু) আটকে রেখে মারধর করেন ভাইরার লোকজন। খবর পেয়ে রনি ঘটনাস্থলে পৌঁছালে ৩০ মিনিট ধরে তাকেও আটকে রেখে বেধড়ক মারধর করেন তারা। হামলায় রনির মাথায় তিন জায়গায় ক্ষত হয়। এছাড়া এলোপাতাড়ি মারধরের কারণে শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান। খবর পেয়ে বকশীগঞ্জ পৌরসভার মেয়র নজরুল ইসলাম সওদাগর স্থানীয়দের সহযোগিতায় রনিকে উদ্ধার করে বকশীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। বর্তমানে সাংবাদিক রনি বকশীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
এ বিষয়ে জামালপুরের পুলিশ সুপার (এসপি) নাসির উদ্দিন আহাম্মেদ জানান, সাংবাদিক রনির ওপর হামলাকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে।
শেষ খবর পাওয়া পর্যন্ত হামলাকারীদের গ্রেফতার করতে বকশীগঞ্জ থানা পুলিশ অভিযান শুরু করেছে।