বগুড়া-৬ উপনির্বাচন: ১৪৩টি কেন্দ্রের ৮টি বাদে সবই নৌকা প্রার্থীর দখলে, অভিযোগ স্বতন্ত্র প্রার্থীর

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ১, ২০২৩, ০৩:৩৬ পিএম

বগুড়া-৬ উপনির্বাচন: ১৪৩টি কেন্দ্রের ৮টি বাদে সবই নৌকা প্রার্থীর দখলে, অভিযোগ স্বতন্ত্র প্রার্থীর

বগুড়া-৬ আসনের উপনির্বাচনে ৮টি কেন্দ্র বাদে সব কেন্দ্র আওয়ামী লীগ মনোনিত প্রার্থীর দখলে বলে অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী আব্দুল মান্নান অকন্দ।

দলীয় প্রতীক নৌকা না পেয়ে ট্রাক প্রতীকে ভোটের লড়াইয়ে থাকা আওয়ামী লীগের এই বিদ্রোহী প্রার্থীর অভিযোগ, বগুড়া-৬ আসনের মোট ১৪৩টি আসনের মধ্যে ১৩৫টি কেন্দ্র দখল করে ট্রাক প্রতীকের নির্বাচনী এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে। কেন্দ্রে কেন্দ্রে  নৌকার লোকজন গোপন বুথে ঢুকে নিজেরাই ইভিএম চেপে ভোট নিচ্ছেন। অনেক কেন্দ্রে নৌকার সমর্থক ছাড়া কাউকে ঢুকতে দেওয়া হয়নি বলেও অভিযোগ করেন তিনি।

ভোট বর্জনের ঘোষণা দেবেন না বলে জানিয়ে আবদুল মান্নান বুধবার বেলা ১টার দিকে আরও বলেন, “রিটার্নিং কর্মকর্তা ফোন ধরছেন না। নির্বাচন কমিশন কোনো অভিযোগ নিচ্ছে না। এই রাষ্ট্রের কার কাছে বিচার চাইব। ভোট ডাকাতদের বিচারের ভার জনগণের কাছেই ছেড়ে দিলাম।”

আব্দুল মান্নান অকন্দ ছাড়াও কেন্দ্র দখলের অভিযোগ এনেছেন আপেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মাসুদার রহমানও। তিনি গণমাধ্যমকে বলেন, “কমপক্ষে ৩০টি কেন্দ্র থেকে আপেল প্রতীকের নির্বাচনী এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। নৌকার সমর্থক ছাড়া কোনো ভোটারকে কেন্দ্রে যেতে দেওয়া হচ্ছে না বলেও তিনি অভিযোগ করেন।

Link copied!