আগস্ট ৫, ২০২১, ০৯:০৯ পিএম
আমরা ক্ষমতার ছত্রছায়ায় সুবিধাভোগী, ধান্ধাবাজ ও প্রতারক চাই না। চাই শেখ কামালের মতো আদর্শবাদী নেতা। অর্থনৈতিকভাবে আমরা এগিয়ে যাচ্ছি কিন্তু নৈতিকভাবে পিছিয়ে পড়ছি।’
বৃহস্পতিবার (৫ আগস্ট) জাতির পিতার জ্যেষ্ঠ ছেলে শহীদ শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এ সভার আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেন, শেখ কামালের মধ্যে আমরা উদ্যম দেখেছি। বঙ্গবন্ধু এবং শেখ কামাল বেঁচে থাকলে বাংলাদেশ অনেক আগেই উন্নত রাষ্ট্রের তালিকায় থাকত।
সহযোগী সংগঠন ছাড়া অন্য কোনো ভূঁইফোঁড় সংগঠন থাকার সুযোগ নেই উল্লেখ করে আওয়ামী লীগের এ নেতা বলেন, এসব সংগঠন করে আওয়ামী লীগের গায়ে কালিমা লেপন করা যাবে না। নেত্রী বিষয়টি কঠোর হস্তে দমন করছেন।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেন, আওয়ামী লীগ করতে হলে আদর্শ ধারণ করতে হবে। পদ-পদবি না পেয়ে নামের আগে পরে যারা লীগ ও বঙ্গবন্ধুর নাম দিচ্ছে, তারা আদর্শিক কর্মী হতে পারে না। আজকে যারা হঠাৎ করে নেতা হতে চায়, তারা ধান্ধাবাজ ও প্রতারক।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী’র সভাপতিত্বে ও হুমায়ুন কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি দিলীপ কুমার রায়, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মোরশেদ হোসেন, সাংগঠনিক সম্পাদক গোলাম সোরায়ার কবির, দফতর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ, আইন সম্পাদক অ্যাডভেকেট জগলুল কবিরসহ বিভিন্ন স্তরের নেতা-কর্মী।