মার্চ ২৩, ২০২৩, ০৭:৫৯ পিএম
শিশুদের উদ্দেশ্যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, তোমরা যদি বঙ্গবন্ধুকে ভালোবাসো, তবে দুর্নীতিকে ঘৃণা করো। তোমরা যদি বঙ্গবন্ধুকে ভালোবাসো,সন্ত্রাসকে ঘৃণা করো। বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে দেশে অশান্তি সৃষ্টির পাঁয়তারা করছে বলেও তিনি মন্তব্য করেন।
বৃহস্পতিবার (২৩ মার্চ) বিকেলে ফরিদপুরের শেখ জামাল স্টেডিয়ামে ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ সাতটি বিদেশি ভাষায় উপস্থাপন এবং ভাষণ উৎসবের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এবং সার্কিট হাউজে জেলা আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শিশুদের উদ্দেশ্যে বলেন, “তোমরা যদি বঙ্গবন্ধুকে ভালোবাসো, তবে খাদ্যে ভেজালকে ঘৃণা করো, সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদকে ঘৃণা করো।”
শিশুদের মুখে বঙ্গবন্ধুর কথা, ভাষণ উচ্চারিত হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করে ওবায়দুল কাদের বলেন, “যতদিন বাংলাদেশ থাকবে, যতদিন এই বাংলায় পাখিরা ডাকবে, ততদিন বঙ্গবন্ধুর মৃত্যু নেই। আজকের অনুষ্ঠানে আমাদের শিশুরা যেভাবে বঙ্গবন্ধুর কথা বলে গেল, আমি সত্যিই মন্ত্রমুগ্ধ।”
ফরিদপুর জেলা কারাগারে নিজের স্মৃতিচারণ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, “আমি আজ চলে যাব। কিন্তু, এ স্মৃতি কোনদিন ভুলব না। আমি ১৪ মাস ফরিদপুর কারাগারে জেল খেটেছিলাম, আর এখান থেকেই আমি ছাত্রলীগের সভাপতি হয়েছিলাম।”
এদিন, ফরিদপুর সার্কিট হাউজে জেলা শাখা আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভা করেন ওবায়দুল কাদের।
এসময় তিনি বলেন, “বিএনপির আন্দোলন এখন চোরাবালিতে আটকে গেছে। তারা ঢাক ঢোল পিটিয়ে আন্দোলন শুরু করেছিল। এখন তাদের আন্দোলন মানববন্ধনে চলে এসেছে। তাদের আন্দোলন কোনো দিনই সফল হবে না।”
নেতাকর্মীদের বাঁচানোর জন্য বিএনপির আন্দোলন ছিল-মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, “ এখন তাদের টার্গেট দেশে অশান্তি সৃষ্টি করা। যাদের দলে গণতন্ত্রের চর্চা নেই তারাই আবার গণতন্ত্রের কথা বলেন। তাদের শীর্ষ নেতারা দণ্ডপ্রাপ্ত। মানুষ কিভাবে তাদের গ্রহণ করবে?
জেলা শাখা আওয়ামী লীগ সভাপতি শামিম হকের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যদের মধ্যে জেলা শাখা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মো. ইশতিয়াক আরিফ, ফরিদপুর পৌর মেয়র অমিতাভ বোস, আওয়ামী লীগ নেতা মো. ফারুক হোসেন, শিল্পপতি ও আওয়ামী লীগ নেতা এ কে আজাদ উপস্থিত ছিলেন।