বঙ্গবন্ধুকে হত্যার পর সবাই কেন থমকে গেল: প্রধানমন্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ৫, ২০২২, ০৪:০৪ পিএম

বঙ্গবন্ধুকে হত্যার পর সবাই কেন থমকে গেল: প্রধানমন্ত্রী

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর কেন সবাই থমকে গেল সেটা একটা বিরাট প্রশ্ন বলে উল্লেখ করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, “যে জাতি এক নেতার ডাকে সাড়া দিয়ে অস্ত্র তুলে নিয়ে দেশ স্বাধীন করেছে। সেই নেতাকে যখন তার পরিবারসহ নির্মমভাবে হত্যা করা হলো তখন সবাই কেনও থমকে গেল তা একটা বিরাট প্রশ্ন। সেই প্রশ্নের জবাব কখনও খুঁজে পাইনি। তবে হয়তো পাবো। অবশ্য কিছু লোক বিভ্রান্ত হলেও মূল দল আওয়ামী লীগ বা ছাত্রলীগের নেতাকর্মীরা সব সময় সোচ্চার ও সক্রিয় ছিল।”

বুধবার রাজধানীর ফার্মগেট খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা এ প্রসঙ্গে আরও বলেন, “বঙ্গবন্ধু সাড়ে তিন বছরে দেশ গড়বে—যা স্বাধীনতাবিরোধী ও যেসমস্ত বড় দেশ আমাদের সমর্থন করেনি বরং পাকিস্তানিদের সমর্থন করেছিলো—তারা বাংলাদেশের অভ্যুত্থান মেনে নিতে পারেনি তারা বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে পরাজয়ের প্রতিশোধ নিয়েছিল। জিঘাংসা চরিতার্থ করেছিল।”

প্রধানমন্ত্রী বলেন, “একটি দেশ বঙ্গবন্ধু আমাদের দিয়ে গেছেন। আদর্শ দিয়ে গেছেন। ’৭৫ এর ১৫ আগস্ট ঘাতকের বুলেট শুধু জাতির পিতাকে কেড়ে নেয়নি, সেই স্বাধীনতার চেতনা ও আদর্শকে বুলেটবিদ্ধ করেছিল, ধ্বংস করে দিয়েছিল। সংবিধানটিকে ক্ষত-বিক্ষত করা হয়েছিল।”

নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, “আমি অনেককে দেখেছি হয়তো কিছু সময়ের জন্য বিভ্রান্ত হন। কিন্তু দলের তৃণমূলের নেতারা কখনও ভুল করে না। হয়তো কেউ ক্ষমতার লোভে পড়ে যান। বারবার আঘাত এসেছে। পার্টিও ভেঙ্গেছে। আবার দলকে গড়তে হয়েছে। কাজেই ছাত্রলীগকে বলবো সংগঠনটাকে গড়তে হবে।”

Link copied!