জুলাই ২৭, ২০২৩, ০১:৫২ পিএম
ঢাকা-১৭ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ আলী আরাফাত রাজধানীর ধানমন্ডি-৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন।
বৃহস্পতিবার (২৭ জুলাই) দুপুর ১২টার দিকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন আরাফাত। শ্রদ্ধা নিবেদন শেষে দাঁড়িয়ে কিছুক্ষণ নিরবতা পালন করেন। পরে সুরা ফাতেহা পাঠ করেন তিনি।
শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমকে মোহাম্মদ এ আরাফাত বলেন, জাতীয় নির্বাচনের আগে খুব কম সময় রয়েছে। এই সময়ের মধ্যে তিনি নির্বাচনী এলাকার মৌলিক কিছু বিষয় নিয়ে কাজ করতে চান। এ ছাড়া ঢাকা-১৭ আসনের সমস্যা শনাক্ত করে বিশেষ টিম গঠনের মধ্যে দিয়ে পরিকল্পিতভাবে কাজ করতে চান তিনি।
মোহাম্মদ এ আরাফাত এর আগে গতকাল বুধবার (২৬ জুলাই) জাতীয় সংসদের শপথ কক্ষে শপথ নেন। স্পিকার শিরীন শারমিন চৌধুরী তাঁকে শপথ বাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম।
প্রসঙ্গত, চলতি বছরের ১৫ মে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য ও চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুক। তার মৃত্যুতে আসনটি শূন্য হয়। এ আসনে গত ১ জুন উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।