বঙ্গবন্ধুর সমাধিতে ৭ দেশের ৮ সামরিক প্রতিনিধির শ্রদ্ধা নিবেদন

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ২৬, ২০২৩, ০৭:০৯ পিএম

বঙ্গবন্ধুর সমাধিতে ৭ দেশের ৮ সামরিক প্রতিনিধির শ্রদ্ধা নিবেদন

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই)-এর মহাপরিচালকের নেতৃত্বে ৭ দেশের আট সামরিক প্রতিনিধি পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন।

রবিবার দুপুর পৌনে একটার দিকে বঙ্গবন্ধুর সমাধিসৌধে ডিজিএফআই মহাপরিচালক মেজর জেনারেল হামিদুল হক পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় তার সাথে অস্ট্রেলিয়া, ভারত, মিয়ানমার, নেপাল, পাকিস্তান, ফিলিস্তিন ও তুরস্কের ৭জন সামরিক প্রতিনিধি পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। পরে সামরিক কায়দায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি সামরিক প্রতিনিধিরা স্যালুট জানান।  

এরপর পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু, ৭৫ এর ১৫ আগস্টের শহীদসহ মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী ৩০ লাখ শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন তারা।

এরপর ৭ দেশের সামরিক প্রতিনিধি দলের সদস্যদের স্ত্রী ও সন্তানরা পৃথকভাবে ফুল দিয়ে বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদীতে শ্রদ্ধা জানান। পরে তারাও বঙ্গবন্ধুর জন্য প্রার্থনা করেন।

ডিজিএফআই-এর মহাপরিচালক মেজর জেনারেল হামিদুল হক ৭ দেশের সামরিক প্রতিনিধি দলের সদস্যদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্স ঘুরে ঘুরে দেখান।

৭ দেশের সামরিক প্রতিনিধিরা হলেন-অস্ট্রেলিয়ার লে. কর্নেল ডেমসি চেরিল সিনক্লেয়ার, ভারতের ব্রিগেডিয়ার জেনারেল মানমিত সিং সাবারওয়াল, মিয়ানমারের ব্রিগেডিয়ার জেনারেল সোয়ে নিয়াত, পাকিস্তানের ব্রিগেডিয়ার জেনারেল আলী এজাজ রাফি, নেপালের ব্রিগেডিয়ার জেনারেল রোশান শমসের রানা, ফিলিস্তিনের কর্নেল মাহমুদ এম জে শারাওনাহ এবং তুরস্কের কর্নেল এরদাল সাহিন।

পরে গণমাধ্যমকর্মীদের ডিজিএফআই-এর মহাপরিচালক জানান,  বার্ষিক কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশে কর্মরত বিভিন্ন দেশের সামরিক প্রতিনিধিদের নিয়ে আজ (রবিবার) জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। সমাধিসৌধ পরিদর্শন শেষে প্রতিনিধি দলের সদস্যরা বাগেরহাট ষাট গম্বুজ মসজিদ ও সুন্দরবন পরিদর্শনে যাবেন বলে জানান ওই কর্মকর্তা।

এর আগে দুপুর সাড়ে ১২ টার দিকে ৭টি দেশের ৮জন সামরিক প্রতিনিধি টুঙ্গিপাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে পৌঁছান। এসময় গোপালগঞ্জের এসপি আয়েশা সিদ্দিকা ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. গোলাম কবির তাদের স্বাগত জানান।

Link copied!