ব্রিটিশ অর্থমন্ত্রী কোয়াসি কোয়ার্টেংকে নিয়ে বর্ণবাদী মন্তব্যের অভিযোগে লেবার পার্টির সংসদীয় দল থেকে বরখাস্ত হওয়ার পর ক্ষমা চেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রূপা হক। নিজ দল লেবার পার্টির সংসদীয় দল থেকে বাদ পড়ার পর ওই মন্তব্যের জন্য ক্ষমা চান কিংস্টন ইউনিভার্সিটির অধ্যাপক রূপা হক।
বহিষ্কারের বিষয়টি জানার পর এক টুইট বার্তায় রূপা হক লিখেছেন, “আমি কোয়াসি কোয়ার্টেংয়ের কাছে আন্তরিকভাবে ক্ষমা চেয়েছি। এছাড়া আমার ওই কথায় যারা কষ্ট পেয়েছেন আমি তাদের কাছেও ক্ষমা চাইছি।”
সংসদীয় দল থেকে বহিষ্কার হওয়ায় এখন থেকে তিনি স্বতন্ত্র এমপি হিসেবে পার্লামেন্টে বসবেন। বিষয়টি তদন্ত করে দেখারও ঘোষণা দিয়েছে পার্লামেন্টের বিরোধী দল লেবার পার্টি।
গত ২৬ সেপ্টেম্বর লিভারপুলে লেবার পার্টির এক অনুষ্ঠানে কোয়াসি কোয়ার্টেংকে ‘লোক দেখানো কৃষ্ণাঙ্গ’ বলে মন্তব্য করেন রূপা হক। এরই জের ধরে সমালোচনার ঝড় ওঠে নিজের দল ও পার্লামেন্টে। তীব্র সমালোচনার মুখে মঙ্গলবার লেবার পার্টির সংসদীয় দল থেকে তাকে বরখাস্ত করা হয়।
প্রসঙ্গত, ১৯৭০ সালে বাংলাদেশের পাবনা শহরেরর কুঠিপাড়া থেকে যুক্তরাজ্যে আসা মোহাম্মদ হক এবং রওশন আরা হক দম্পতির তিন কন্যার মধ্যে রূপা হক সবার বড়।তার ছোট বোন কোনি হক (কনক আশা হক) যুক্তরাজ্যের খ্যাতিমান টেলিভিশন উপস্থাপিকা ও লেখক।