বর্জ্য অপসারণ সম্পর্কিত হালনাগাদ তথ্য

নিজস্ব প্রতিবেদক

জুন ২৯, ২০২৩, ০৯:৫১ পিএম

বর্জ্য অপসারণ সম্পর্কিত হালনাগাদ তথ্য

দক্ষিণ সিটির ১০(১ম), ৫৩(২য়), ৩৮(৩য়), ৪১, ৩৭ নম্বর ওয়ার্ড হতে শতভাগ কোরবানির পশুর বর্জ্য অপসারণ করা হয়েছে।

কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে বর্জ্য অপসারণ কার্যক্রম তদারকি করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। এ সময় তিনি নানাবিধ দিকনির্দেশনা দেন এবং গণমাধ্যমের সাথে কথা বলেন।

নর্দমা ও যত্রতত্র বর্জ্য না ফেলে থলেতে (ব্যাগে) বর্জ্য সংরক্ষণ করে তা করপোরেশন নির্ধারিত ব্যক্তির নিকট হস্তান্তরে মেয়র ঢাকাবাসীর প্রতি অনুরোধ জানান।

বিকাল ৫টায় পর্যন্ত ৮টি ওয়ার্ড হতে শতভাগ বর্জ অপসারণ করা হয়। ১০, ১৬, ২৬, ৩৭, ৩৮, ৪১, ৪৩ ও ৫৩ নম্বর ওয়ার্ড হতে শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে বলে নিশ্চিত করেছন ঢাদসিক মেয়র।

বিকেল ৫.৪৫ পর্যন্ত  ৯, ১০, ১৬, ২৪, ২৬, ৩০-৩২, ৩৫-৩৮, ৪১, ৫১, ৫৩ নম্বর = সর্বমোট ১৫টি ওয়ার্ড হতে শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে।

রাত ৭.৪৫টা পর্যন্ত ৩০টি ওয়ার্ড হতে কোরবানির পশুর শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে। শতভাগ বর্জ্য অপসারণ হওয়া ওয়ার্ডগুলো হলো - ১,২,৩, ৯, ১০, ১৩, ১৬, ১৮, ২১, ২৪, ২৬, ২৮, ৩০-৩২, ৩৩, ৩৫-৩৮, ৪১, ৪৩, ৫০-৫৩, ৫৬, ৫৭, ৬৯, ৭২ ও ৭৫ নম্বর ওয়ার্ড।

এসময় কোথাও বর্জ্য পড়ে থাকতে দেখলে দক্ষিণ সিটির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ০১৭০৯৯০০৮৮৮ ও ০২২২৩৩৮৬০১৪ নম্বর ফোন করে অবহিত করার অনুরোধ করেন মেয়র।

রাত ৯.৫০টা পর্যন্ত ৬০টি ওয়ার্ড হতে কোরবানির পশুর শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে। শতভাগ বর্জ্য অপসারিত হওয়া ওয়ার্ডগুলো হলোঃ
১-৪, ৯, ১০, ১৩, ১৬-৩৮, ৪০-৪৬, ৪৮, ৫০-৫৯, ৬১-৬৪, ৬৮-৭৫ নম্বর ওয়ার্ড।

বাকী ওয়ার্ডসমূহের অগ্রগতি গড়ে ৯০ শতাংশ।

Link copied!