বহিষ্কৃত যুবলীগ নেতা সম্রাটের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পেছাল

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ৩১, ২০২২, ১২:৫৪ পিএম

বহিষ্কৃত যুবলীগ নেতা সম্রাটের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পেছাল

পিছিয়ে গেল ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি। অসুস্থ থাকায় তাঁর বিরদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলার অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ১৩ এপ্রিল দিন ধার্য করেছে আদালত।বৃহস্পতিবার মামলাটির অভিযোগ গঠন শুনানির দিন ধার্য ছিল। এদিন সম্রাট অসুস্থ থাকায় আদালতে উপস্থিত করেনি কারাকর্তৃপক্ষ।

এজন্য ঢাকার বিশেষ আদালত-৬ এর বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামানের আদালত পরবর্তী শুনানির জন্য আগামী ১৩ এপ্রিল দিন ধার্য করেন। সম্রাটের পক্ষের আইনজীবী এহসানুল হক সমাজী এসব তথ্য জানান।

গত ২২ মার্চ ঢাকার সিনিয়র স্পেশাল জজ কেএম ইমরুল কায়েশের আদালত মামলার অভিযোগপত্র গ্রহণ করে অভিযোগ গঠন শুনানির জন্য ৩১ মার্চ দিন ধার্য করেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল চৌধুরী সম্রাটের বিরুদ্ধে দুই কোটি ৯৪ লাখ ৮০ হাজার ৮৭ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। এ ঘটনায় ২০১৯ সালের ১২ নভেম্বর বাদী হয়ে মামলাটি দায়ের করেন দুদক উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম। এরপর দীর্ঘ তদন্ত শেষে গত বছরের ২৬ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা দুদক উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

Link copied!