বাংলাদেশ থেকে ১৯ হাজারের বেশি হজযাত্রী সৌদি পৌঁছেছেন

নিজস্ব প্রতিবেদক

মে ২৭, ২০২৩, ১১:৫৮ এএম

বাংলাদেশ থেকে ১৯ হাজারের বেশি হজযাত্রী সৌদি পৌঁছেছেন

হজ পালনের জন্য শুক্রবার রাত পর্যন্ত বাংলাদেশ থেকে ১৯ হাজার ১৪৯ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ৪ হাজার ৫৬৪ জন, বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ১৪ হাজার ৫৮৫ জন। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়  থেকে শনিবার এ তথ্য জানা গেছে।

শনিবার বাংলাদেশে থেকে ১৩টি ফ্লাইটে হজযাত্রী সৌদি আরবে যাবেন।বাংলাদেশে থেকে হজ কার্যক্রমে অংশগ্রহণকারী হজ এজেন্সির সংখ্যা ৬০৩টি। গত ২১ মে বাংলাদেশ থেকে হজ ফ্লাইট শুরু হয়।

  বাংলাদেশ থেকে হজযাত্রীদের পরিবহন করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্স ও ফ্লাইনাস নামে সৌদি আরবের প্রথম বজেট এয়ারলাইন্স। বছর এক লাখ ২২ হাজার ২২১ জন হজ পালনে যাচ্ছেন। এর মধ্যে ৬১ হাজার ১১১ জন হজযাত্রী পরিবহন করবে বাংলাদেশের পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।বাকি হজযাত্রী পরিবহন করবে সৌদি এয়ারলাইন্স ও ফ্লাই নাস।

প্রসঙ্গত, চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ২৭ জুন (৯ জিলহ্জ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এবার হজের খরচ বেশি হওয়ায় কোটা পূরণ করা যায়নি। কোটা পূরণে আরও দরকার ছিলো সাড়ে তিন হাজার হজযাত্রী।

Link copied!