সুদানকে ৬৫ কোটি টাকা অর্থ সহায়তা বাংলাদেশ

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ১৬, ২০২১, ১০:৪৫ পিএম

সুদানকে ৬৫ কোটি টাকা অর্থ  সহায়তা বাংলাদেশ

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর আহ্বানে সাড়া দিয়ে অত্যধিক ঋণগ্রস্ত দরিদ্র রাষ্ট্র এবং ওআইসি সদস্যভুক্ত বন্ধুপ্রতীম দেশ সুদানের ঋণ মওকুফের লক্ষ্যে সোমবার (১৫ জুন) ২০২১ তারিখে বাংলাদেশ সরকার ৫.৩২ মিলিয়ন বা ৬৫ কোটি টাকা অর্থ  সহায়তা প্রদান করেছে।

বুধবার (১৬ জুন) অর্থমন্ত্রণালয়ের দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সরকার প্রত্যাশা করেসহায়তা হিসেবে বাংলাদেশ সরকারের দেওয়া এ অর্থায়ন দারিদ্র্য বিমোচনে সুদানের সংগ্রামকে আরও শক্তিশালী করবে।

উল্লেখ্য, গত বছরেও আইএমএফ-এর উদ্যোগের অংশ হিসেবে আফ্রিকান দেশ সোমালিয়ার দারিদ্র্য মুক্তির লক্ষ্যে বাংলাদেশ ০.৭০ মিলিয়ন এর সমতুল্য ৮ কোটি টাকার অধিক অর্থ প্রদান করেছিল।

 

Link copied!