বাংলাদেশসহ ১২ দেশে নিজ দেশের নাগরিকদের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। সম্প্রতি দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আমিরাত নিউজ এজেন্সি (ডব্লিউইএ) জানায়, আগামী ২১ জুলাই পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয় বাংলাদেশসহ ভারত, নেপাল, শ্রীলঙ্কা, ভিয়েতনাম, নামিবিয়া, জিম্বাবুয়ে, কঙ্গো, উগান্ডা, সিয়েরা লিওন, লাইবেরিয়া, দক্ষিণ আফ্রিকা, এবং নাইজেরিয়ায় নিজ দেশের নাগরিকদের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। সম্প্রতি কোভিড-১৯ এর ডেল্টা ভ্যারিয়েন্ট বিশ্বের ১০০ দেশি ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে নতুন করে এই নিষেধাজ্ঞা আরোপ করলো দেশটি।
অবশ্য চার্টার্ড বিমান এবং কার্গো বিমানের ক্ষেত্রে এই পরিবহন নিষেধাজ্ঞা থাকছে না। কিন্তু এ ক্ষেত্রের কোভিড মোকাবেলায় কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এবং জাতীয় জরুরি ব্যবস্থাপনা ও দুর্যোগ মোকাবেলা বিষয় মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, এ সকল দেশে ভ্রমণের ক্ষেত্রে কোভিড১৯ মোকাবেলার সকল ব্যবস্থাপনা গ্রহণ করতে হবে এবং দেশে ফিরে আসার ক্ষেত্রেও কোভিড পরীক্ষা করেই নিজ দেশের নাগরিকদের প্রবেশ করতে হবে।
এর আগে চলতি মাসের ১ তারিখ পর্যন্ত পাকিস্তানসহ ১৪ দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছিলো দেশটি। সেই নিষেধাজ্ঞা উঠিয়ে এবার জুলাই মাসের ২১ তারিখ পর্যন্ত ১২টি দেশের ওপর আগের নিষেধাজ্ঞা বলবত রাখার ঘোষণা দেয় সংযুক্ত আরব আমিরাত।
সূত্র: রয়টার্স ও হিন্দুস্তান টাইমস