বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার চার দেশ থেকে যাত্রী প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে সিঙ্গাপুর। শুক্রবার (৩০ এপ্রিল) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশ, নেপাল, পাকিস্তান ও শ্রীলংকায় সম্প্রতি করোনা পরিস্থিতি বেড়ে যাওয়ায় এ দেশগুলো থেকে সিঙ্গাপুরে প্রবেশ বন্ধ করা হয়েছে।। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এই নিষেধাজ্ঞা দীর্ঘমেয়াদী ও স্বল্পমেয়াদী ভিসাধারী উভয়ের জন্য প্রযোজ্য।
আগামী ২ মে থেকে কমপক্ষে ১৪দিন পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি থাকবে। এমনকি সিঙ্গাপুর ভ্রমণে যাদের পাস বা পূর্ব অনুমোদন রয়েছে তারাও দেশটিতে প্রবেশ করতে পারবেন না। এবং এই চারটি দেশে সম্প্রতি যারা ভ্রমণ করেছেন তাদের সিঙ্গাপুওে প্রবেশ করলে ১৪দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে।
সিঙ্গাপুরের করোনা ভাইরাস টাস্ক ফোর্সের সহ-সভাপতি লরেন্স ওং বলেন, ভারতে প্রতিদিন ৩ লাখের বেশি নতুন সংক্রমণ হচ্ছে। ভারতসহ এর পার্শ্ববর্তী দেশগুলোতেও সংক্রমণের মাত্রা বেড়ে চলছে। তাই আমরা সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছি।
সূত্র: রয়টার্স।