বাংলাদেশিরা চাইলে আফগানিস্তানে ফিরতে পারবেন: পররাষ্ট্র সচিব

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ১৩, ২০২১, ০২:২০ পিএম

বাংলাদেশিরা চাইলে আফগানিস্তানে ফিরতে পারবেন: পররাষ্ট্র সচিব

বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেছেন, আফগানিস্তানে তালেবানের সরকারকে স্বীকৃতি দেওয়ার ব্যাপারে তারা বৃহত্তর আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোভাবের দিকে নজর রাখছেন। তবে দেশটিতে কর্মরত যেসব বাংলাদেশি নাগরিক নিরাপত্তার আশঙ্কায় দেশে ফিরে এসেছেন, তারা চাইলে কাবুলে ফিরতে পারবেন।

বৃহস্পতিবার (৯ই সেপ্টেম্বর) লন্ডনে ব্রিটেনের পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তাদের সাথে দুই দেশের সম্পর্কের গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে একটি স্ট্রাটেজিক ডায়ালগ বা কৌশলগত আলোচনার পরদিন বিবিসির সাথে এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

এসময় পররাষ্ট্র সচিব জানান, ব্রিটিশ সরকারের সাথে করা  সংলাপে আফগান পরিস্থিতি, আঞ্চলিক নিরাপত্তা, কোভিড প্যানডেমিকের কারণে দুই দেশের মধ্যে যাতায়াতে সঙ্কট এবং নভেম্বরে স্কটল্যান্ডের গ্লাসগোতে আসন্ন জলবায়ু সম্মেলন নিয়ে খোলামেলা কথা হয়েছে।

সূত্র:বিবিসি বাংলা।

Link copied!