বাংলাদেশের কোভিড-১৯ টিকা সনদ অনুমোদন পেল যুক্তরাজ্যে। আগামী ১১ অক্টোবর থেকে এটি কার্যকর হবে। যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এই সময়ের আগে অর্থাৎ, ১১ অক্টোবরের আগে বাংলাদেশ থেকে কেউ যুক্তরাজ্যে ভ্রমণ করলে আগের নিয়মে ভ্রমণবিষয়ক বিধিনিষেধ মেনে চলতে হবে। ১১ অক্টোবরের পর থেকে দেশটিতে ভ্রমণ করলে করোনা টিকার সনদ দেখালেই হবে।
ব্রিটিশ সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম। তিনি বলেন, ‘এই সিদ্ধান্ত বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার উষ্ণ দ্বিপক্ষীয় সম্পর্কের প্রতিফলন এবং ব্যবসা, পর্যটনসহ প্রয়োজনীয় ভ্রমণে বাধা দূর করতে হাইকমিশনের কূটনৈতিক প্রচেষ্টার ফল’।
যুক্তরাজ্যে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার (১১ অক্টোবর) স্থানীয় সময় ভোর ৪টা থেকে বিশ্বের ৪৭টি দেশ ও অঞ্চলকে লাল তালিকা থেকে বাদ দেওয়া হবে। এসব দেশ ও অঞ্চল থেকে যুক্তরাজ্যে আসা যাত্রীদের বাধ্যতামূলক হোটেল কোয়ারেন্টিনে থাকতে হবে না।
নতুন এই সিদ্ধান্তের ফলে আগামী ১১ অক্টোবর থেকে যুক্তরাজ্যের লাল তালিকায় থাকবে শুধু সাতটি দেশ। দেশগুলো হলো: কলম্বিয়া, ডোমিনিকান রিপাবলিক, ইকুয়েডর, হাইতি, পানামা, পেরু ও ভেনেজুয়েলা।
এর আগে, গত ২২ সেপ্টেম্বর কয়েকটি দেশের সঙ্গে বাংলাদেশকেও লাল তালিকা থেকে বাদ দেয় যুক্তরাজ্য সরকার।