এপ্রিল ১৮, ২০২৩, ০৫:০৬ পিএম
আসছে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মঙ্গলবার (১৮ এ্রপ্রিল) থেকে টানা ১১ দিন বন্ধ থাকবে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা স্থলবন্দর। এর ফলে এই স্থলবন্দর দিয়ে বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানে আমদানি ও রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। মঙ্গলবার সকালে বাংলাবান্ধা আমদানি-রপ্তানি গ্রুপ গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করে।
এর আগে, সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম সাক্ষরিত এক চিঠিতে বলা হয়, ঈদ উদযাপনে মঙ্গলবার সকাল থেকে ২৮ এপ্রিল পর্যন্ত স্থলবন্দরের আমদানি-রপ্তানি বন্ধ থাকবে৷
২৯ এপ্রিল শনিবার থেকে তেঁতুলিয়ার বাংলাবান্ধা ও ভারতের ফুলবাড়ি স্থলবন্দর দিয়ে আবারও পণ্য আমদানি ও রপ্তানি কার্যক্রম শুরু হবে৷ তবে স্থলবন্দর বন্ধ থাকাকালে বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাতায়াতে কোনও প্রভাব পড়বে না বলে চিঠিতে উল্লেখ করা হয়।