সেপ্টেম্বর ১৯, ২০২১, ০২:৪৫ পিএম
বান্দরবানে যাত্রীবাহী একটি গাড়িতে ‘পাহড়ি সন্ত্রাসীদের’ এলোপাথাড়ি গুলিতে অন্তত ৫ জন আহত হয়েছেন। শনিবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে রাঙ্গামাটি বান্দরবান সড়কের গলাচিপা নামক স্থানে এ হামলার ঘটনা ঘটে।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম চৌধুরী দ্য রিপোর্ট ডট লাইভকে হামলার সত্যতা নিশ্চিত করেছেন।
বন্দুকধারীদের মলায় আহত দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- য়ইচিংনু মারমা ও মেহাইচিং মারমা। অন্য তিন জনের পরিচয় পাওয়া যায়নি।
বান্দরবান থানার ওসি দ্য রিপোর্ট ডট লাইভকে বলেন, রুমা উপজেলা থেকে রাজস্থলী পোয়াইতি মুখ পাড়া এলাকায় ভ্রমণ করছিলেন ১৯ জনের একটি দর্শনার্থী দল। ভ্রমণ শেষে একটি জিপে করে (স্থানীয় ভাষায় চান্দের গাড়ি) ফেরার পথে রাঙ্গামাটি বান্দরবান সড়কের গলাচিপা নামক স্থানে পৌঁছলে ‘পাহাড়ি সন্ত্রাসীরা’ অতর্কিতে গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে অন্তত চার-পাঁচজন আহত হন। তাদের্ প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।
বান্দরবান সদর থানার ওসি আরও বলেন, ‘পাহাড়ি সন্ত্রাসীরা’ এই হামলার সাথে জড়িত বলে ধারণা করা হচ্ছে। তবে তাদের বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।’ আহতদের সবার বাড়ি রাঙামাটি জেলায় এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী মারমা সম্প্রদায়ের সদস্য বলেও জানান বান্দরবান থানার ওসি।
তিনি আরও জানান, পাহাড়ে নানা কারণে প্রায়ই এ ধরণের অশান্ত পরিবেশ সৃষ্টি হয়। তারই ধারবাহিকতায় শনিবারের ওই হামলা হয়ে থাকতে পারে বলে তারা ধারণা করছেন। এ ঘটনায় কোনো মামলা না হলেও মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি জানান।