রাজশাহীতে বাস-মাইক্রো-লেগুনা সংঘর্ষে নিহত ১৭

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ২৬, ২০২১, ০৯:১৮ পিএম

রাজশাহীতে বাস-মাইক্রো-লেগুনা সংঘর্ষে নিহত ১৭

রাজশাহীতে বাস, মাইক্রোবাস ও সিএনজি চালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ হয়েছে। ভয়াবহ এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৭ জনের মৃত্যু হয়ে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।

শুক্রবার (২৬ মার্চ) দুপুর পৌনে দুপুর ১টা ৪৫ মিনিটের দিকে মহানগরীর উপকণ্ঠ রাজশাহী-ঢাকা মহাসড়কের কাটাখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। এদের মধ্যে তিনজনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার গোলাম রুহুল কুদ্দুস গণমাধ্যমকে বলেন, বাস, মাইক্রোবাস ও সিএনজি চালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ ১১ জন ঘটনাস্থলেই প্রাণ হারান। পরে ৬ জন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর মারা যান। ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন।

রাজশাহী সদর ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র অফিসার আবদুর রউফ জানান, দুপুরে রংপুর থেকে একটি হায়েস মাইক্রোবাস রাজশাহী আসছিল। পথে রাজশাহী-ঢাকা মহাসড়কে কাটাখালী থানার সামনে বিপরীত দিক থেকে আসা হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশে দাঁড়িয়ে থাকা আরেকটি হিউম্যান হলারকে (লেগুনা) ধাক্কা দেয়।

তিনি আরও জানান, মাইক্রোবাসটির ভেতরে চার পরিবারের ১৩ জন ছিলেন। সবাই মারা গেছেন। এছাড়া বাসের আরও চারজন মারা গেছেন। এদের মধ্যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর পাঁচজনকে মৃত ঘোষণা করা হয়।

আর ঘটনাস্থলে মাইক্রোবাসের ভেতর থেকে ১১ জনের মরদেহ বের করা হয়। আগুনে মাইক্রোবাস ও হিউম্যান হলারটিও (লেগুনা) পুড়ে গেছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হাসপাতালে গুরুতর আহত অবস্থায় তিনজন চিকিৎসা নিচ্ছেন। তাৎক্ষণিকভাবে আহত-নিহতদের নাম ঠিকানা জানাতে পারেনি পুলিশ ও ফায়ার সার্ভিস।

Link copied!