বাসাবাড়ির ছাদের মশা খুঁজে বের করবে ড্রোন

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ৩০, ২০২২, ০৭:২৯ পিএম

বাসাবাড়ির ছাদের মশা খুঁজে বের করবে ড্রোন

গাপ্পি মাছসহ বিভিন্ন উপায়ে মশা খোঁজা ও এ পতঙ্গের বংশ ধ্বংস করার কৌশলে কার্যত ব্যর্থ সংশ্লিষ্টরা। তাই এবার সাহায্য নেওয়া হচ্ছে প্রযুক্তির। মশার উৎপাত থেকে নিস্তার পেতে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এব ব্যবহার করতে যাচ্ছে অত্যাধুনিক ড্রোন।

 

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম জানিয়েছেন, ড্রোনের সাহায্যে কোনো বাড়ির ছাদে এডিস মশার লার্ভা আছে কিনা সেটি খুঁজে বের করা হবে। উৎস পাওয়া গেলে ওই বাড়ির মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার (৩০ জুন) রাজধানীর উত্তরায় ড্রোনের মাধ্যমে মশার উৎস শনাক্তকরণ কার্যক্রম পরিদর্শনে এসে এ কথা বলেন ডিএনসিসি মেয়র। মেয়রের দেওয়া তথ্য অনুযায়ী আগামী শনিবার (২ এপ্রিল) থেকে শুরু হয়ে টানা ১০ দিন ডিএনসিসিতে চিরুনি অভিযান চলবে মশার উৎস খুঁজে বের করতে। 

মেয়র আতিকুল ইসলাম বলেন, ড্রোন থেকে প্রাপ্ত ছবি থেকে তথ্য উপাত্ত নিয়ে যেসব বাসা-বাড়িতে মশার লার্ভা পাওয়া যাবে, তা নিয়ে একটি তথ্যভাণ্ডার তৈরি করা হবে। এসব তথ্য আগামী বছরে মশক নিধন কার্যক্রমে কাজে লাগবে। মশার উৎস শনাক্তকরণ কার্যক্রম পরিদর্শনে মেয়রের সঙ্গে উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল জোবায়দুর রহমান ও অন্যান্য কর্মকর্তারা।

Link copied!