বাহাদুরাবাদঘাট ও বালাসীঘাটের মধ‍্যে লঞ্চ সার্ভিস চালু

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ৯, ২০২২, ০১:১০ পিএম

বাহাদুরাবাদঘাট ও বালাসীঘাটের মধ‍্যে লঞ্চ সার্ভিস চালু

 

জামালপুর জেলার বাহাদুরাবাদঘাট ও গাইবান্ধা জেলার বালাসীঘাটের মধ‍্যে পরীক্ষামূলক লঞ্চ সার্ভিস চালু হয়েছে। নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এম.পি আজ বাহাদুরাবাদঘাটে পরীক্ষামূলক এ লঞ্চ সার্ভিসের উদ্বোধন করেন। এর আগে প্রতিমন্ত্রী বাহাদুরাবাদঘাটে নৌ-টার্মিনাল ভবন উদ্বোধন করেন। এসময় অন‍্যান‍্যের মধ‍্যে বিআইডব্লিউটিএ'র চেয়ারম‍্যান কমডোর গোলাম সাদেক উপস্থিত ছিলেন।

বাহাদুরাবাদঘাট ও বালাসীঘাটের নৌপথের দুরত্ব ৩৯ কিলোমিটার। এর মধ‍্যে ১০ কিলোমিটার নৌচ‍্যানেল খনন করা হয়েছে; যার প্রস্থ ৩৭ মিটার। বেসরকারি ও বিআইডব্লিউটিএ'র ড্রেজার দ্বারা মোট ১৮.২০ লক্ষ ঘনমিটার খনন করা হয়েছে। বেসরকারি ড্রেজার দ্বারা ১৫ লক্ষ ঘনমিটার খনন করা হয়েছে। এজন‍্য ব‍্যয় হয়েছে ২৫ কোটি ৩৪ লাখ টাকা। উক্ত চ‍্যানেলে বর্তমানে ৯-১০ ফুট পানি আছে।

 

Link copied!