বিএনপি আন্দোলনে হেরে গেছে, নির্বাচনেও হারবে: ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক

জুলাই ২২, ২০২৩, ০২:৩১ পিএম

বিএনপি আন্দোলনে হেরে গেছে, নির্বাচনেও হারবে: ওবায়দুল কাদের

নোয়াখালী জেলার কবিরহাট উপজেলা শাখা আওয়ামী লীগ আয়োজিত শান্তি, উন্নয়ন ও সুধী সমাবেশে ওবায়দুল কাদের। সংগৃহীত ছবি

দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে বিএনপি আন্দোলন করছে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, “ওই দলটি আন্দোলনে হেরে গেছে, যে দল আন্দোলনে হেরে যায়, সে দল নির্বাচনেও হারবে।”

শনিবার নোয়াখালী জেলার কবিরহাট উপজেলা শাখা আওয়ামী লীগ আয়োজিত  শান্তি, উন্নয়ন ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।  

বিএনপিকে ‘সাম্প্রদায়িক ও জঙ্গিবাদের বিশ্বস্ত ঠিকানা’ আখ্যা দিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, “বিএনপি সাড়ে ১৪ বছরের কোনো আন্দোলন করতে পারেনি। তারা তারেক জিয়াকে দিয়ে দল চালিয়ে লুটপাট করার চেষ্টা করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সজীব ওয়াজেদ জয়কে দিয়ে কোনো ধরনের দ্বিতীয় নেতৃত্ব সৃষ্টি করেননি।”

নোয়াখালীতে বিএনপি মহাসচিবে বক্তব্যের জের ধরে ওবায়দুল কাদের বলেন, “ফখরুল নোয়াখালীতে এসে বিষোদগার করেছে। সে হয়তো জানে না, নোয়াখালী বিএনপির ঘাঁটি না, আওয়ামী লীগের ঘাঁটি।”

বিএনপির আন্দোলন প্রতিহতের ঘোষণা দিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, “যে হাত আগুন নিয়ে পোড়াতে আসবে, সেই হাত পুড়িয়ে দিতে হবে। যে হাত ভাঙচুর করতে আসবে, সেই হাত ভেঙে দেবেন। বিএনপির আস্ফালনের জবাব আমাদের দিতে হবে। যে তাণ্ডব করেছে, তারও জবাব আমাদের দিতে হবে।”

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করে ওবায়দুল কাদের বলেন, “৭৬ বছর বয়সে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করছেন। তিনি ২৪ ঘণ্টায় ৪-৫ ঘণ্টার বেশি ঘুমান না। সততা, দেশপ্রেম ও জনগণের ভালবাসা নিয়ে এবং কর্মদক্ষতার মাধ্যমে বিশ্বের প্রথম সারির কয়েকজন ক্ষমতাধর নেতাদের মধ্যে শেখ হাসিনা অন্যতম। শেখ হাসিনা অত্যন্ত সাহসী। তার সাহস, কর্মদক্ষ ও দেশ পরিচালনার প্রশংসায় বিশ্বের নেতারা। তার মতো সফল ও দক্ষ রাষ্ট্রনায়ক কম আছে।”

কবিরহাট উপজেলা শাখা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইব্রাহিমের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম।

Link copied!