বিএনপি ক্ষমতায় থাকলে ২০১৩ সালেই পদ্মা ব্রিজ হয়ে যেত: আমির খসরু মাহমুদ চৌধুরী

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ১৩, ২০২২, ০৫:১৭ পিএম

বিএনপি ক্ষমতায় থাকলে ২০১৩ সালেই পদ্মা ব্রিজ হয়ে যেত: আমির খসরু মাহমুদ চৌধুরী

বিএনপি অব্যাহতভাবে ক্ষমতায় থাকলে ২০১৩ সালের মধ্যেই পদ্মা ব্রিজ নির্মাণ হয়ে যেত বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির অন্যতম সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের নিহত হওয়ার ঘটনায় বুধবার রাজধানীতে অবস্থিত দেশটির দূতাবাসে বিএনপির পক্ষ  থেকে শ্রদ্ধা জানাতে  খোলা শোক বইয়ে সই করার পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। এসময় দলের সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।

জাপান বাংলাদেশ সম্পর্ক গড়ে ওঠার পেছনে উন্নয়ন কর্মকাণ্ডের পেছনে শিনজো আবের অনেক অবদান আছে উল্লেখ করে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন,  “শিনজো আবে বাংলাদেশের একজন ঘনিষ্ঠ বন্ধু ছিলেন এবং বিশেষ করে বেগম খালেদা জিয়ার সাথে তিনি অনেক কাজ করেছেন। বিএনপির আমলে বাংলাদেশের অনেক বড় বড় উন্নয়নে জাপানের ভূমিকা ছিল এবং পদ্মা সেতুর ব্যাপারেও জাপানের ফাইনেন্সিং কিন্তু প্রস্তুত ছিল। পরবর্তীতে সেটা বাতিল হয়ে গিয়েছিল।”

আবে একজন আন্তর্জাতিক নেতা হিসেবে খুবই যোগ্য ছিলেন উল্লেখ করে বিএনপির এই নেতা আরও বলেন, “ আবে দীর্ঘদিন ধরে রাজনীতিতে ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন। রাজনীতিতে এতো দীর্ঘদিন অনেকেই থাকতে পারেন না । জাপানের মানুষের ভালোবাসা নিয়ে এবং তার কর্মকাণ্ডের জন্য অনেকদিন ধরে জাপানের নেতৃত্ব দিয়েছেন এবং বাংলাদেশ জাপান সম্পর্কের ক্ষেত্রে তার যথেষ্ট ভূমিকা রয়েছে।”

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন,“ বেগম খালেদা জিয়া যখন জাপান যান  পদ্মা ব্রিজের ফাইন্যান্সের ব্যাপারটা একমত হয়েছিলো এবং সেটা হয়েও যেতো। বিএনপি যদি অব্যাহতভাবে ক্ষমতায় থাকতো তাহলে ২০১৩ সালের ভিতরে পদ্মা ব্রিজ হয়ে যেত। সেখানে একটা বড় অর্থায়ন হয়েছে এবং সেখানে আবের ভালো ভূমিকা ছিল।”

Link copied!