সেপ্টেম্বর ৩০, ২০২২, ০৭:০৭ পিএম
বিএনপি নিজেদের কর্মীকে মেরে দেশে বিশৃঙ্খলা করার চেষ্টা করছে এমন অভিযোগ করে তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, বিএনপি মুন্সীগঞ্জে নিজেদের কর্মীকে মেরে বিশৃঙ্খলার চেষ্টা করেছে। তাঁরা উদ্দেশ্য হাসিলের জন্য নিজ দলের কর্মীদের মেরে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করবে। বিভাগীয় পর্যায়ে সমাবেশের নামে আবারও অপচেষ্টা চালানোর চেষ্টা করলে সরকার জনগণকে সাথে নিয়ে কঠোর হস্তে দমন করবে।
শুক্রবার চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেশিয়াম হলে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ঠাকুরগাঁও গিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল পাকিস্তানই ভালো ছিল বলে বক্তব্য দিয়েছেন। আবার ঢাকায় লাঠি ও রডের মাথায় জাতীয় পতাকা লাগিয়ে কর্মসূচি পালন করেছেন বিএনপির নেতাকর্মীরা। এসব ঘটনায় একইসূত্রে গাঁথা। তারা জাতীয় পতাকার অবমাননা করেছে, আমাদের মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি অশ্রদ্ধা ও বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে।
এরআগে জেলা প্রশাসনের আয়োজনে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে হরিজন সম্প্রদায়ের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ এবং স্বেচ্ছাসেবী সংগঠনের মধ্যে সমাজসেবা অধিদফতরের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন তথ্যমন্ত্রী।
চট্টগ্রামের জেলা প্রশাসককে রিটার্নিং অফিসারের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে, এটির কোনো তদন্ত হয়েছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন- সেখানে শতশত মানুষের মধ্যে কেউ একজন মোনাজাত ধরেছেন। মুসলমান হিসেবে এখানে যদি কেউ মোনাজাত ধরে, আর আমি যদি এখানে মোনাজাত না ধরে দাঁড়িয়ে থাকি, তাহলেতো আমাকে বলবে বিধর্মী। সেই জন্য জেলা প্রশাসকও সেখানে মোনাজাত ধরেছেন। মোনাজাতের মধ্যে কে কি বললো, সেটার দায় জেলা প্রশাসকের ওপর বর্তায় বলে আমি মনে করি না।
জেলা প্রশাসক মমিনুর রহমানের সভাপতিত্বে ও জেলা প্রশাসক কার্যালয়ের উপ-পরিচালক মো. বদিউল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল আহসান, মুহাম্মদ মাহমুদ উল্লাহ মারূফ, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফ্ফর আহমদ প্রমুখ।