বিএনপি ষড়যন্ত্রের মাধ্যমে ‘চোরাই পথে’ ক্ষমতা দখলের চেষ্টা করছে

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ১৪, ২০২৩, ০৮:১৯ পিএম

বিএনপি ষড়যন্ত্রের মাধ্যমে ‘চোরাই পথে’ ক্ষমতা দখলের চেষ্টা করছে

ষড়যন্ত্রের মাধ্যমে ‘চোরাগলি পথে’ ক্ষমতায় যেতে বিএনপি দেশে আবারো ওয়ান ইলেভেন সৃষ্টির পাঁয়তারা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের এক যৌথসভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এদিন দুপুর ১২টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত গণভবনে জাতীয় কমিটি ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নেতাদের সঙ্গে বৈঠক করেন দলের সভাপতি ও  প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই বৈঠকের পর দলের সহযোগী সংগঠন ও ঢাকা মহানগর আওয়ামী লীগ নেতাদের নিয়ে সভা করেন ওবায়দুল কাদের।

ষড়যন্ত্রের মাধ্যমে শেখ হাসিনার সরকারকে হটানো বিএনপির উদ্দেশ্য-মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, “বিএনপি দেশকে অস্থিতিশীল করতে নাশকতার প্রস্তুতি নিচ্ছে। দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করবে। এর মধ্য দিয়ে তারা সরকার পতনের ক্ষেত্র প্রস্তুত করবে।তবে জনগণের জানমাল রক্ষায় আওয়ামী লীগ আগের চেয়ে বেশি সুদৃঢ় ও সতর্ক অবস্থায় থাকবে।

নেতাকর্মীদের উদ্দেশ্যে ওায়দুল কাদের বলেন,  “আমরা ক্ষমতায় রয়েছি তাই এই দেশের জনগণের জানমালের নিরাপত্তার বিষয়টি অবশ্যই আমাদের দেখতে হবে। আন্দোলনের নামে ভাঙচুর অগ্নি সংযোগ করে তারা জনজীবনে দুর্ভোগ ডেকে আনবে, রাস্তা অবরোধ করে বিশৃঙ্খলা ডেকে আনবে এই অবস্থায় আমরা চুপ থাকতে পারি না।”

যৌথ সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, ডা. দীপু মনি ও আফম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

Link copied!