বিএনপিতে যোগ দিলেন আওয়ামী লীগের ৩০ নেতাকর্মী

নিজস্ব প্রতিবেদক

জুলাই ১০, ২০২৩, ১০:২৮ পিএম

বিএনপিতে যোগ দিলেন আওয়ামী লীগের ৩০ নেতাকর্মী

সংগৃহীত ছবি

জামালপুরে গোলাম রব্বানীর নেতৃত্বে স্থানীয় আওয়ামী লীগের ৩০ নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। সোমবার (১০ জুলাই) দুপুরে জেলা শাখা বিএনপির দলীয় কার্যালয়ে এ যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

আওয়ামী লীগের এসব নেতাকর্মী বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স ও সহসাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ ওয়ারেছ আলী মামুনের হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগ দেন।

যোগদানকারীদের সবাই জামালপুর পৌরসভার ৯নং ওয়ার্ডের বাসিন্দা। তাদের মধ্যে গোলাম রব্বানী পৌরসভার ১৫নং সাংগঠনিক ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সদস্য ছিলেন। অন্যরা আওয়ামী লীগের কর্মী ছিলেন।

জামালপুর জেলা শাখা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ্ ওয়ারেছ আলী মামুন যোগদানের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং ভালোবেসে প্রায় ৩০/৪০জন আওয়ামী লীগের নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছে। তাদের তারা ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়েছে।”

বিএনপিতে যোগদানের কারণ ব্যাখ্যা করে গোলাম রব্বানী গণমাধ্যমকে বলেন, “স্বাধীনতার দাবিদার আওয়ামী লীগকে ভালোবেসে দীর্ঘদিন ওই দলের কর্মী হিসেবে কাজ করতাম। কিন্তু স্বাধীনতার যে মূল উদ্দেশ্যে ছিল ভাতের এবং ভোটের অধিকার সে ভোটের অধিকার পুরোপুরিভাবে ধ্বংস করে দিয়েছে আওয়ামী লীগ। এরই অংশ হিসেবে আজ দেশে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম সাধারণ মানুষের ক্রয় সীমার বাইরে চলে গেছে। তাই বিগত দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শে অনুপ্রাণিত হয়ে আওয়ামী লীগ থেকে ৩০জন নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছি।”

এদিকে, বিএনপিতে যোগদানকারীরা আওয়ামী লীগ বা এর সহযোগী ও অঙ্গ সংগঠনের কেউ ছিলেন না বলে দাবি করেছে স্থানীয় আওয়ামী লীগ। পৌর শাখা আওয়ামী লীগের ১৫নং সাংগঠনিক ওয়ার্ডের সভাপতি ছাব্বির আহম্মেদ খান পাপ্পু গণমাধ্যমকে  বলেন, “যারা আজ বিএনপিতে যোগদান করেছে তারা আমাদের দলীয় কোনো নেতা কর্মী না। আওয়ামী লীগ বা দলটির সহযোগী ও অঙ্গ সংগঠনগুলোর সাথেও তাদের কোনো সম্পৃক্ততা ছিল না।”

Link copied!