বিএনপির গণজোয়ার, সরকার পতন আন্দোলন সবই ভুয়া: ওবায়দুল কাদের

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ১৬, ২০২৩, ০৬:২৬ পিএম

বিএনপির গণজোয়ার, সরকার পতন আন্দোলন সবই ভুয়া: ওবায়দুল কাদের

বিএনপির গণজোয়ার, সরকার পতন আন্দোলন, বিক্ষোভ কর্মসূচি সবই ভুয়া-আখ্যা দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, “নেতিবাচক, ধ্বংস আর ষড়যন্ত্রের রাজনীতি করে ’ বিএনপি নেতারা পুরো দলকে ‘অসুস্থ করে ফেলেছেন’। এ অবস্থায় পুরো বিএনপিকেই ‘হাসপাতালে নেওয়া দরকার।”

‘বিএনপি-জামায়াতের সন্ত্রাস, জঙ্গিবাদ, নৈরাজ্য, অপরাজনীতি ও অব্যাহত দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে’ সোমবার রাজধানীতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ শাখা আওয়ামী লীগ আয়োজিত  এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

সোমবার বিএনপি ও সমমনা দলগুলো ‘সরকার হটানোর’ যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে মিছিল ও সমাবেশ করেছে। সে দিকে ইংগিত করে ওবায়দুল কাদের বলেন, “ক্ষমতাসীন দল হিসেবে জনগণের জানমাল রক্ষা আওয়ামী লীগের ‘নৈতিক দায়িত্ব।”

এসময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, "কেউ আগুন নিয়ে সন্ত্রাস করবে, কেউ লাঠি নিয়ে খেলতে চাইবে, কেউ অশান্তি সৃষ্টি করবে, রাস্তা অবরোধ করবে, জনগণকে দুর্ভোগে ফেলবে, সেই অবস্থায় জনগণের জানমাল রক্ষায় আমরা জনগণের পাশে আছি। সেজন্যই আজকের এই শান্তি সমাবেশ, শান্তিপূর্ণ অবস্থান। আর ওদের আয়োজন হচ্ছে অশান্তি-বিশৃঙ্খলা সৃষ্টির জন্য।"

বিএনপির দুই সিনিয়র নেতার হাসপাতালে ভর্তির খবরে তাদের অসুস্থতা নিয়ে ওবায়দুল কাদের  বলেন, "অসুস্থ মানুষ যদি হাসপাতালে যায়, অসুস্থ রাজনৈতিক দল যাবে না? সেটাকেও চিকিৎসা করা দরকার। বিএনপিকে এখন চিকিৎসা করা দরকার। ফখরুল সাহেব কী রোগে আক্রান্ত হয়ে গেছেন? মির্জা আব্বাস সাহেব? জানি না। অসুস্থ হতেই পারেন। কিন্তু দলটাকে অসুস্থ করে ফেলেছেন এই নেতারা। গোটা দলটাই অসুস্থ হয়ে গেছে।"

আওয়ামী লীগ রাজপথে আছে এবং ভবিষ্যতেও থাকবে মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, "ষড়যন্ত্র করে লাভ নেই। সরকার হটাতে গিয়ে নিজেরাই হটে গিয়ে গরুর হাটে। শেখ হাসিনাকে হটাতে গিয়ে গোলাপবাগ গরুর হাটে। হায়রে রাজনীতি। হটানো ফটানো বাদ দেন। আসেন ঠাণ্ডা মাথায়। নির্বাচন হবে বিশ্বাসযোগ্য নির্বাচন।

এসময় ওবায়দুল কাদের আরও বলেন, “আমেরিকার সহকারী পররাষ্ট্রমন্ত্রী (ডোনাল্ড লু) বলেছেন, বিশ্বাসযোগ্য নির্বাচন। আমাদের দেশে আইন দিয়ে নির্বাচন কমিশন হয়েছে সর্বপ্রথম। ত্রুটিমুক্ত নির্বাচনের জন্য। ত্রুটিমুক্ত, অংশগ্রহনমূলক, বিশ্বাসযোগ্য নির্বাচন নির্বাচন কমিশন করবে।”

বিএনপিকে নির্বাচনে অংশগ্রহণের আহবান জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, “নির্বাচনে আসতে ভয় পাচ্ছেন কেন? জানি শেখ হাসিনার উন্নয়ন, অর্জন দেখে দেশের মানুষ খুশি কিন্তু আপনাদের  (বিএনপির) মন খারাপ। নির্বাচনে এলে বিএনপি হেরে যাবে, এই ভয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর মাঝে মাঝে রেগে যান। হেরে গেলে রেগে যান।”

এসময় তিনি আরও বলেন, “আগেভাগে হারার আগে হারছেন কেন? আপনাদের যদি এতই জনপ্রিয়তা থাকে, সেই সক্ষমতা নির্বাচনে এসে দেখান। আমরা রেডি, আপনারা আসেন।”

ঢাকা মহানগর দক্ষিণ শাখা আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, কামরুল ইসলাম, মোস্তফা জালাল মহিউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ, দীপু মনি।

Link copied!