সরকারের জনস্বার্থে যে কেনো কাজ কিংবা সাফল্য বিএনপির গায়ে জ্বালা বাড়ায় এবং তাদের দৃষ্টিসীমায় উদ্দেশ্যমূলক অন্ধত্ব ভর করে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। উট পাখির মতো বালিতে মাথা গুঁজে দিয়ে তারা সত্যের আড়ালে মিথ্যাচার করে বলেও তিনি অভিযোগ করেন।
সোমবার (১৯ জুলাই) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের ব্রিফিং করার সময় তিনি এসব কথা বলেন।
বিএনপির হঠকারিতা এবং নেতিবাচক রাজনীতির কারণে তাদের অনেক নেতাকর্মী নিষ্ক্রিয় হয়ে পড়ছে উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি নেতাদের বিবেক-বুদ্ধি অনুযায়ী না চললে এবং না বললে এমনই হয়। সরকারে থাকতে যেমনি অনিয়ম ও দুর্নীতিতে তারা নিমজ্জিত ছিল। তেমনি সরকার বিরোধী রাজনীতিতে থেকেও তারা সুবিধাবাদিতায় নিমজ্জিত।’
তিনি বলেন, ‘বিএনপির একগুঁয়েমি ও মুখোশ পরা অপকৌশলের জন্য ইতোমধ্যে জোট সঙ্গীরাও দল ছাড়তে শুরু করেছে।’
‘সরকারের লকডাউন লকডাউন খেলা আর এক মর্মান্তিক তামাশা’-মির্জা ফখরুলের এই মন্তব্যের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘আসলে বিএনপিই জনগণের সঙ্গে মর্মান্তিক তামাশা করেছে। তারা কখন কী বলে নিজেরাও জানে না। তারা একসময় ভ্যাকসিনের বিরুদ্ধেও অপপ্রচার করেছিলেন।‘
রবিবার (১৮ জুলাই) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ‘করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণের জন্য সরকারের লকডাউন লকডাউন খেলা আর এক মর্মান্তিক তামাশা’ বলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেছিলেন।
সরকারের বিরুদ্ধে বিএনপি অনবরত বিষোদগার করে যাচ্ছে অভিযোগ করে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির কাজই হলো সমালোচনা করা এবং তা তারা করতে থাকুক।শেখ হাসিনা সরকার দেশের মানুষকে নিয়ে যখন করোনা বিরোধী লড়াই চালিয়ে যাচ্ছে, তখন বিএনপি সুরক্ষিত গৃহকোণ থেকে মিডিয়ায় অব্যাহত পরামর্শ দিয়ে যাচ্ছে ও নসিহত করে যাচ্ছে।’
তিনি বলেন, ‘বিএনপির একগুঁয়েমি ও মুখোশ পরা অপকৌশলের জন্য ইতোমধ্যে জোট সঙ্গীরাও দল ছাড়তে শুরু করেছে। মানুষের ধর্মবিশ্বাসকে পুঁজি করে তাদের রাজনীতির যে খেলা, তা জোট সঙ্গীরাই এখন ফাঁস করে দিচ্ছেন।’