মহান বিজয় দিবস উপলক্ষে বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে বিজয় শোভাযাত্রা করেছে বিএনপি। বিএনপির এই শোভাযাত্রা যখন শান্তিনগর মোড় ঘুরে দলীয় কার্যালয়ের দিকে আসছিল,তখনও শেষ প্রান্ত নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দিয়ে যাচ্ছিল।
শোভাযাত্রার ভিডিও দেখতে ক্লিক করুন
শোভাযাত্রা রবিবার সোয়া দুইটায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উদ্বোধন করলেও দুপুর বারোটার আগেই নেতাকর্মীরা নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের আশপাশে জমায়েত হয়। এই শোভাযাত্রায় উল্লেখযোগ্য নেতাদের মধ্যে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য, ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়,আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, মহানগর উত্তরের আমানউল্লাহ আমান, আমিনুল হক, দক্ষিণের আব্দুস সালাম, রফিকুল আলম মজনু,
বিএনপি নেতা মিজানুর রহমান মিনু, হাবিবুর রহমান হাবিব, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, আমিরুল ইসলাম খান আলীম প্রমুখ। আব্দুস সালাম বলেন, স্মরণকালের এই শোভাযাত্রা লাখের অধিক জনতা অংশ নিয়েছেন। আমরা সবাইকে শুভেচ্ছা জানাই। শোভাযাত্রায় জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি সম্বলিত নানা ব্যানার-ফেস্টুন রং বেরঙের পোশাক বেশ নজর কাড়ে।
শোভাযাত্রায় নেতাকর্মীদের চাপে নয়াপল্টনের ভিআইপি সড়কের দুই পাশের রাস্তা বন্ধ হয়ে যায়। নেতা-কর্মীদের ব্যানার ফেস্টুন প্ল্যাকার্ডে ও খালেদা জিয়ার মুক্তি দাবি করা হয়েছে। শোভাযাত্রা উপলক্ষে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে ট্রাকে করে অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়েছে। শোভাযাত্রায় আরো অংশ নেন মুক্তিযুদ্ধা দলের সাদেক খান,মহিলা দলের আফরোজা আব্বাস, কৃষক দলের হাসান জাফির তুহিন, শহীদুল ইসলাম বাবুল, স্বেচ্ছাসেবক দলের আবদুল কাদির ভূঁইয়া জুয়েল, যুবদলের সাইফুল আলম নীরব, সুলতান সালাউদ্দিন টুকু, ছাত্রদলের ফজলুর রহমান খোকন, ইকবাল হোসেন শ্যামল। ফকিরাপুল থেকে কাকরাইল নাইটিঙ্গেল রেস্তোরা দুই পাশে হাজার হাজার নেতা-কর্মীদের অবস্থানের ফলে রাস্তা বন্ধ হয়ে যায়। এতে করে সড়কে ব্যাপক যানজট দেখা দেয়।
এর আগে, বেলা সাড়ে ১২টা নাগাদ দুই পাশের রাস্তা বন্ধ করে দেওয়া হয়। শোভাযাত্রাকে কেন্দ্র করে রবিবার সকাল থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিটে সদস্যরা সতর্ক অবস্থানে দেখা যায়।শোভাযাত্রায় ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের উল্লেখ যোগ্য সংখ্যক নেতাকর্মীর অংশ নেয়।