বিএনপি’র পদযাত্রা নিয়ে নতুন যে তথ্য দিলেন ওবায়দুল কাদের

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ৩০, ২০২৩, ০৭:৩০ পিএম

বিএনপি’র পদযাত্রা নিয়ে নতুন যে তথ্য দিলেন ওবায়দুল কাদের

‘গণতন্ত্র পুনরুদ্ধার’, কারাগারে থাকা দলীয় নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দাবিসহ ১০ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে কর্মসূচির অংশ হিসেবে বিএনপির ‘গণ পদযাত্রা’র সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, “পথ হারিয়ে বিএনপি পদযাত্রা শুরু করেছে। তাদের রাজনীতি ভুলের চোরাগলিতে আটকে গেছে। পদযাত্রা করে উদ্ধার করা যাবে না।”
 
সোমবার (৩০ জানুয়ারি) বিকেলে রাজধানীর গুলিস্তানে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত শান্তি সমাবেশে তিনি এ কথা বলেন। ঢাকা মহানগর দক্ষিণ শাখা আওয়ামী লীগ এই শান্তি সমাবেশের আয়োজন করে। 

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, “হঠাৎ বিএনপি এতো শান্ত কেনো? পথ হারিয়ে তারা পদযাত্রা শুরু করেছে। এর মধ্য দিয়ে বিএনপির আন্দোলনের মরণ যাত্রা শুরু হয়েছে। ফখরুল ইসলামের গলার জোর বেড়ে গেছে। বিক্ষোভ কর্মসূচি এখন নিরব কেন? ফখরুল সাহের অনেক বিষোদগার করেছেন।”

আওয়ামী লীগ কখনও পালিয়ে যায়নি উল্লেখ করে ওবায়দুল কাদের আরও বলেন, “ওয়ান ইলেভেনে পালানোর গল্প শুধু বিএনপির আছে। রাজনীতি না করার মুচলেকা দিয়ে পালিয়ে আছে।” এসময় ‘রিমোট কন্ট্রোলে অদৃশ্য নির্দেশে চলা আন্দোলন করে বাংলাদেশে জেতা যাবে না।’ বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

ঢাকা মহানগর দক্ষিণ শাখা আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে শান্তি সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ উপনেতা মতিয়া চৌধুরী, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, কামরুল ইসলাম ও ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবু্ব উল আলম হানিফ, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ূন কবির।

Link copied!