বিএসএফ’র গুলিতে ফের ঝরল বাংলাদেশির প্রাণ

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ৩, ২০২১, ০৫:৩০ পিএম

বিএসএফ’র গুলিতে ফের ঝরল বাংলাদেশির প্রাণ

সিলেটের কানাইঘাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফের) গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। বুধবার (৩ নভেম্বর) দুপুরে উপজেলার ডোনা সীমান্তের নো ম্যানস ল্যান্ডে স্থানীয় জনগণ ওই মরদেহগুলো পড়ে থাকতে দেখেন বলে পুলিশ জানায়।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বিষয়টি দ্য রিপোর্ট ডট লাইভকে নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন-আরিফ উদ্দিন (২২) ও আসকর উদ্দিন (২৮)।তারা ডোনা সীমান্তের পার্শ্ববর্তী এলাগুল এলাকার বাসিন্দা বলে জানিয়েছে কানাইঘাট থানা পুলিশ।

কানাইঘাট থানার ওসি বলেন, স্থানীয়রা নো ম্যানস ল্যান্ডে দুটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশ ও বিজিবিকে (বর্ডার গার্ড বাংলাদেশ)অবহিত করেন। এখনও মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানান তিনি।

তিনি আরও বলেন, এলাগুল দরিদ্রপ্রধান এলাকা। এখানকার কিছু লোক প্রায়ই সুপারিসহ বিভিন্ন পণ্য চোরাই পথে নিয়ে আসে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। নিহতরাও একইভাবে ভারতে গিয়েছিলো কি না তা এখনও নিশ্চিত হতে পারিনি।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, মরদেহগুলো নো ম্যানস ল্যান্ডে থাকায় এখনও উাদ্ধার করা সম্ভব হয়নি। ভারতীয় বিএসফের সাথে আলাপ করে বিজিবি মরদেহ উদ্ধারের উদ্যোগ নেবে বলেও তিনি জানান।

Link copied!