এপ্রিল ১৫, ২০২২, ১০:০১ পিএম
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “আওয়ামী লীগ সরকার একে একে সমস্ত স্বাধীন যে প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে ফেলেছে। সবার আগে তারা হাত দিয়েছে সেটা হচ্ছে বিচার বিভাগ। বিচার বিভাগকে তারা দলীয়করণ করে নিয়ন্ত্রণ করে এমন এক জায়গায় নিয়ে গেছে যেখানে বেশিরভাগ রায় হচ্ছে এখন বিশেষ করে রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে যে রায়গুলো হয়, তা হচ্ছে একেবারে জনগণের বিরুদ্ধে, গণতন্ত্রের বিরুদ্ধে।”
আজ শুক্রবার মহানগর নাট্যমঞ্চে ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
ফখরুল বলেন, “তারেক রহমান সাহেবের সহধর্মিনী ডা. জুবাইদা রহমান যিনি রাজনীতির সঙ্গে কখনই সরাসরি জড়িত হননি, তার বিরুদ্ধেও দুদক একটা মিথ্যা মামলা দিয়ে আবার তার বিরুদ্ধে মামলার শুরুর নির্দেশ দেওয়া হয়েছে। আমরা মনে করি, এটা অত্যন্ত বেআইনি কাজ। আমরা মনে করি, এটা বিচার বিভাগের স্বাধীনতা শুধু নয়, বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করা হচ্ছে।”
তিনি বলেন, “এই আওয়ামী লীগ সরকার অত্যন্ত পরিকল্পিতভাবে এই দেশে একটি ছদ্মবেশী একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায়। ক্ষমতা দখল করার পরে তারা একে একে বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করেছে, প্রত্যেকটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে তারা ধ্বংস করেছে এবং বাংলাদেশে জনগণকে একটি অন্ধকার গহ্বরের দিকে নিয়ে গেছে।”