অক্টোবর ১১, ২০২১, ১২:৫১ পিএম
বগুড়ার শেরপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ জন মারা গেছেন। সোমবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বিশালপুর ইউনিয়নের চোরকোটা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃতরা হলেন, ক্ষিতিশ ওরফে গদু (৪২), ক্ষিতিশ মাহাতো ও পলাশ (৪০)। তাদের সবার বাড়ি চোরকাটা গ্রামে।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. শহীদুল ইসলাম বিষয়টি দ্য রিপোর্ট ডট লাইভকে নিশ্চিত করেছেন।
স্থানীয় ও শেরপুর থানা সূত্র জানায়, সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব উপলক্ষে চোরকোটা গ্রামের পূজামণ্ডপ সাজসজ্জা ও লাইটিংয়ের জন্য পার্শ্ববর্তী বাড়ির ছাদ থেকে বিদ্যুতের তার টানা হয়। সোমবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে ওই বাড়ির ছাদে কাপড় শুকানোর জন্য রাখা লোহার তার ও মণ্ডপের লাইটিংয়ের জন্য নেওয়া তারটি ছিড়ে যায়। ওই তার ঠিক করতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান ক্ষিতিশ গদু ও পলাশ। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে ক্ষিতিশ মাহাতোর মৃত্যু হয়।
শেরপুর থানার ওসি মো. শহীদুল ইসলাম বলেন, সকাল সাড়ে ৯টার দিকে খজবর পেয়ে ঘটনাস্থলে যাই। বিদ্যুতের তার ঠিক করার সময় অসাবধানতাবশতঃ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গেলে ঘটনাস্থলে দুইজনের ও হাসপাতালে নেওয়ার পথে আরেকজনের মৃত্যু হয়। এ ঘটনায় একটি অপমৃত্যু মোমলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও তিনি জানান।