দেশের করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে চলমান কঠোর বিধিনিষেধ বা লকডাউনের মেয়াদ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। বৃহস্পতিবার (৫ আগস্ট) লকডাউনের মেয়াদ বাড়িয়ে এই প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় চলমান কঠোর বিধিনিষেধ ৫ আগস্ট থেকে বাড়িয়ে আগামী ১০ আগস্ট রাত ১২ টা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এ সময়ের মধ্যে পূর্বের সকল বিধি নিষেধ বলবৎ থাকবে।
মন্ত্রিপরিষদের জারি করা ওই প্রজ্ঞাপনে আরও বলা হয়, কঠোর বিধিনিষেধের মধ্যে শিল্প কারখানা ও অভ্যন্তরীণ বিমান চলাচল অব্যাহত থাকবে।
এর আগে, গত ৩ আগস্ট মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক দেশের করোনা সংক্রমণ ঠেকাতে চলমান কঠোর বিধিনিষেধের মেয়াদ ১০ আগস্ট পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন।
ওইদিন সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে করোনাভাইরাস পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভা শেষে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী গণমাধ্যমে আরও জানান, আগামী ১১ আগস্ট সীমিত আকারে গণপরিবহন চলবে। বাসের ড্রাইভার ও হেলপারদের নিজ নিজ ওয়ার্ড থেকে টিকা নেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে।
করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে গত জুলাই মাসের প্রথম দিন থেকে ১৪ জুলাই পর্যন্ত কঠোর বিধিনিষেধ কার্যকর করে সরকার। এবিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ এক প্রজ্ঞাপন জারি করে। পরে ঈদ উল আজহা উপলক্ষে গত ১৫ জুলাই থেকে ৮ দিনের জন্য সব বিধিনিষেধ তুলে নেওয়া হয়। গত ২৩ জুলাই থেকে সকাল ৬টা থেকে ৫ আগস্ট মধ্যরাত পর্যন্ত ১৪ দিনের কঠোর বিধিনিষেধ জারি করে সরকার। তবে চলমান কঠোর বিধিনিষেধের মধ্যেই গত রবিবার (১ আগস্ট) থেকে দেশের রপ্তানিমুখী শিল্প ও কলকারখানা খুলে দেওয়া হয়েছে।