বিমানবন্দরের পিসিআর ল্যাব অনুমোদন দিল আরব আমিরাত

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ২৯, ২০২১, ০৯:৫৯ পিএম

বিমানবন্দরের পিসিআর ল্যাব অনুমোদন দিল আরব আমিরাত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্থাপিত আরটি পিসিআর ল্যাবের অনুমোদন দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। বুধবার (২৯ সেপ্টেম্বর) সকালে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যানকে চিঠি পাঠিয়ে বিষয়টি নিশ্চিত করেছে ঢাকাস্থ সংযুক্ত আরব আমিরাতের দূতাবাস। 

এ অনুমোদনের ফলে সংযুক্ত আরব আমিরাতের দুবাই, আবুধাবি এবং শারজাহ যেতে বাংলাদেশিদের বাধা কাটলো। এখন থেকে আরব আমিরাতগামীরা বিমানবন্দরে টেস্ট করেই এসব শহরে যেতে পারবেন।

সংযুক্ত আরব আমিরাতের সিভিল এভিয়েশন বিমানবন্দরে স্থাপিত ওই ল্যাবগুলোকে অনুমোদন দিয়েছে বলে ওই চিঠিতে জানানো হয়। একইসঙ্গে বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাতের রুটগুলোতে নিয়মিত ফ্লাইটগুলো চালুর অনুমোদন দেয়ার কথাও উল্লেখ করা হয়েছে আরব আমিরাতের দূতাবাস থেকে পাঠানো চিঠিতে।

বুধবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে অনুমোদন কার্যকর হয়েছে। তবে সফরে আগ্রহী যাত্রীকে অবশ্যই তার যাত্রা শুরুর ৬ ঘণ্টা আগে এই ল্যাবগুলো থেকে করোনা পরীক্ষা করিয়ে নেগেটিভ সার্টিফিকেট নিতে হবে।

Link copied!