বিমানের ধাক্কায় গরুর মৃত্যুতে তদন্ত কমিটি

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ১, ২০২১, ০৬:৩৯ পিএম

বিমানের ধাক্কায় গরুর মৃত্যুতে তদন্ত কমিটি

কক্সবাজার বিমানবন্দর থেকে উড্ডয়নের সময় বিমানের পাখার সঙ্গে গরুর সংঘর্ষের ঘটনায় ৪ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পাশপাশি এ ঘটনায় ৪ আনসার সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।

বুধবার (১ ডিসেম্বর) বিকেল ৪টায় কক্সবাজার বিমানবন্দরের ম্যানেজার গোলাম মোর্তুজা এ বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, মঙ্গলবার (৩০ নভেম্বর) সন্ধ্যা ৬টার আগে রানওয়ের আশপাশে থাকা দুটি গরুর সঙ্গে বিমান বাংলাদেশের একটি বিমানের ডানায় ধাক্কা লেগে গরু দুটি মারা যায়।

এতে দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে থাকা ৯৪ জন যাত্রী এবং উড়োজাহাজটি। এ ঘটনায় গরু দুটির মৃত্যু হয় এবং উড়োজাহাজটির যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে।

পরে ফ্লাইটটি সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ঢাকায় পৌঁছায়। অবতরণের আগে শাহজালাল বিমানবন্দরের এয়ার ট্র্যাফিক কন্ট্রোলকে (এটিসি) পাইলট উড়োজাহাজের পেছনের চাকা ক্ষতিগ্রস্ত হওয়ার কথা জানালে আকাশে কিছুক্ষণ অপেক্ষা করতে নির্দেশ দেওয়া হয়।

প্রায় ২০ মিনিট ঢাকার আকাশে উড়তে থাকে যাত্রীবোঝাই উড়োজাহাজটি। এই সময়ের মধ্যে শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ তাদের প্রস্তুতি সম্পন্ন করে, যেন অবতরণের সময় কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটলে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়। রাত ৭টা ১০ মিনিটে বিমানটি বিশেষ সতর্কতার সঙ্গে অবতরণ করান পাইলট।

Link copied!