কক্সবাজার বিমানবন্দরে গরুর সঙ্গে ধাক্কা খেয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট। কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে্য উড্ডয়নকালে বিমানের নোজ গিয়ারের (পেছনের চাকা) সঙ্গে দুটি গরুর ধাক্কা লাগে। মঙ্গলবার (৩০ নভেম্বর) সন্ধ্যা ৫টা ৫৩ মিনিটে এ ঘটনা ঘটে।
এতে ভয়াবহ দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে থাকা ৯৪ জন যাত্রী এবং উড়োজাহাজটি। এ ঘটনায় গরু দুটির মৃত্যু হয় এবং উড়োজাহাজটির যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে।
পরে ফ্লাইটটি সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ঢাকায় পৌঁছায়। অবতরণের আগে শাহজালাল বিমানবন্দরের এয়ার ট্র্যাফিক কন্ট্রোলকে (এটিসি) পাইলট উড়োজাহাজের পেছনের চাকা ক্ষতিগ্রস্ত হওয়ার কথা জানালে আকাশে কিছুক্ষণ অপেক্ষা করতে নির্দেশ দেওয়া হয়।
প্রায় ২০ মিনিট ঢাকার আকাশে উড়তে থাকে যাত্রীবোঝাই উড়োজাহাজটি। এই সময়ের মধ্যে শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ তাদের প্রস্তুতি সম্পন্ন করে, যেন অবতরণের সময় কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটলে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়।
রাত ৭টা ১০ মিনিটে বিমানটি বিশেষ সতর্কতার সঙ্গে অবতরণ করান পাইলট।